‘আমি ওকে নিপাট ভাল মানুষ বলেই…বন্ধু জিতু কমল হিসাবে…’, ব্যক্তিগত জীবনে বিচ্ছেদ ঘটলেও জিতুর পক্ষ নিয়ে কি বললেন প্রাক্তন স্ত্রী নবনীতা?

নবনীতা দাস

সম্প্রতি জিতু কমল এবং দিতিপ্রিয়া রায়ের বিবাদে টেলিপাড়ায় ঝড় উঠলেও তা নিজেদের মধ্যে মিটিয়ে নেন ‘চিরদিনই তুমি যে আমার’ ধারাবাহিকের আর্য-অপর্ণা। এসবের মাঝে জিতুর চরিত্র নিয়ে প্রশ্ন উঠতেই থেমে থাকেননি জিতুর প্রাক্তন স্ত্রী নবনীতা দাস।

জিতুর সাথে বিচ্ছেদ ঘটলেও আজও জিতুর পক্ষ নিয়েই কথা বললেন নবনীতা। নবনীতা জানান, বিচ্ছেদ হলেও জিতুর চারিত্রিক স্বচ্ছতা নিয়ে তার মনে কোনও সংশয়ই নেই। তাই জিতুর সম্পর্কে এমন অভিযোগ শুনে কিছুটা অবাকই হন নবনীতা।

কোন এক সাক্ষাৎকারে নবনীতা বলেছিলেন, একছাদের নিচে না থাকলেও কোথাও বন্ধুত্বের সম্পর্কটা তাদের মধ্যে রয়েই গেছে। সম্পর্কের বাইরে আজও কথা হয় তাদের মধ্যে। স্বামী জিতু কমলের থেকে বন্ধু জিতু কমলকেই বেশি পছন্দ নবনীতার। আর সেই বন্ধুত্বের জায়গা থেকেই নবনীতা জানান, জিতু আগাগোড়াই কম কথা বলেন। এমনকি ওজন বুঝে কথা বলেন। তবে ওর ব্যক্তিত্ব সেরকম নয় যে চরিত্র নিয়ে প্রশ্ন তোলা হবে।