গত শনিবার ইন্দোরে একটি শো করে দিল্লি ফিরছিলেন গায়িকা ইমন চক্রবর্তী। ফেরার পথে বিমানে তিক্ত অভিজ্ঞতার মুখোমুখি হন গায়কা। কি এমন ঘটল গায়িকার সাথে? এদিন সোশ্যাল মিডিয়ায় ইমনের শেয়ার করা পোস্ট দেখে বোঝাই যাচ্ছে এয়ার ইন্ডিয়া বিমান সংস্থার উপর বেজায় চটেছেন ইমন। বিমান সংস্থার বিরুদ্ধে কি অভিযোগ জানালেন গায়িকা?
তবে খোলসা করে বলা যাক, এদিন নিজের ফেসবুক পোস্টে ইমন লেখেন, ‘এয়ার ইন্ডিয়ার টিকিট নিয়েছিলাম আমরা। এমনকী পছন্দের সিটের জন্য অতিরিক্ত টাকাও দিয়েছি। কিন্তু সেই সিট অন্য যাত্রীকে দিয়ে দেওয়া হয়। এটা একদমই অনৈতিক ও কাম্য নয়। ইন্দোর থেকে দিল্লি আসছি, পুরো পথটাই বিরক্তিকর হয়ে উঠল।’
গায়িকার পোস্টে সন্মতি জানিয়ে একজন নেটিজেন কমেন্টে জানান, ‘গত মাসেই আমাদের সঙ্গেও এমন হয়েছিল। আমরা দিল্লি থেকে কলকাতা আসছিলাম, অতিরিক্ত অর্থ দিয়েও সিট পাইনি।’ অন্য একজন লিখেছেন, ‘এয়ার ইন্ডিয়ার সার্ভিস এখন দিনে দিনে খারাপের দিকেই যাচ্ছে। এই ধরনের ঘটনা প্রায়ই ঘটছে।’
উলটোদিকে গায়কাকে কটাক্ষ করে একজন লেখেন, ‘এ ধরনের সমস্যাগুলো দেখি শুধু সেলেব বা উচ্চপ্রোফাইল মানুষের সঙ্গেই হয়। সফটওয়্যারও বুঝে গেছে, কাকে বিরক্ত করলে সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হওয়া যাবে। ইকোনমি ক্লাসে এসব হবেই, এড়াতে চাইলে বিজনেস ক্লাসে যান।’
এই কমেন্টের উত্তরে মোটেও চুপ থাকেননি গায়িকা, পালটা উওরে ইমন লেখেন, ‘আপনাদের মতো ফ্রাস্ট্রেটেড লোকজন খালি এসবই ভাবে। একদম অসহ্য ও বিরক্তিকর। আমার ব্যক্তিগত সমস্যা আমি শেয়ার করেছি। আপনার সমস্যা হলে আমার প্রোফাইলে আসার দরকার নেই। ফালতু ফুটেজ খাওয়া বন্ধ করুন।’