গানের জগতে ইমন চক্রবর্তীর জুড়ি মেলা ভার। গায়িকার গান থেকে শুরু করে ব্যক্তিগত জীবন সবটা নিয়েই চর্চায় থাকেন অনুরাগীরা। এবার আলোচনায় উঠে এসেছে গায়িকার প্রাক্তনরা।
‘লেটস টক উইথ মেখলা’ নামে মেখলা দাসগুপ্তর একটি পডকাস্টে এসে প্রাক্তনদের নিয়েই নানা কথা ভাগ করে নিলেন ইমন। গায়িকার কথায়, ‘প্রত্যেকটা প্রেম থেকে আমি অনেক কিছু শিখেছি। আমি বিবর্তিত হতে হতে গিয়েছি। যখন কোনও নতুন মানুষ আমার জীবনে এসেছেন, আজ আমি যে রকম, তা হতে আমাকে সাহায্য করেছেন। তাই আমি অনেকটা ক্রেটিড ওঁদেরকে দেব।’
‘প্রতিটা জিনিসে ভালো খারাপ সবটা রয়েছে। একটা সম্পর্কে দু’জন দম বন্ধ করে থাকার পরিবর্তে আমার মনে হয় মুক্ত বাতাসে ডানা মেলে উড়ে বেড়ানো অনেক ভালো। যাঁরা এসেছেন আমার জীবনে তাঁদের অনেক ধন্যবাদ।’
‘আর তাঁরা সকলেই যেহেতু সঙ্গীত জগতের মানুষ সবার গান শোনা এক এক রকমের, তাঁদের গান নিয়ে ভাবনা চিন্তা এক এক রকমের, জীবনদর্শন এক এক জনের এক এক রকমের। ফলে আমি সবটা দেখেছি, বুঝেছি, আর সৌভাগ্য বসত, সঙ্গীত জগতের মানুষ হিসেবে ওঁদের সঙ্গে থেকে আমি নিজে গানের ক্ষেত্রেও অনেক বিবর্তিত হয়েছি।’
View this post on Instagram