টলিউড ইন্ডাস্ট্রিতে পরিচিত নাম অঞ্জনা বসু। ছোটপর্দা হোক বা বড়পর্দা, পার্শ্ব চরিত্রে অভিনয় করলেও অভিনেত্রীর অভিনয় বারবার নজর কেড়েছে দর্শকের। বর্তমানে অভিনেত্রীকে দেখা যাচ্ছে জি বাংলার ‘কুসুম’ ধারাবাহিকে। পর্দায় বেশিরভাগ সময় অভিনেত্রীকে দাপুটে- গম্ভীর চরিত্রেই দেখেছে দর্শক। তবে বাস্তবেও কি অভিনেত্রী একইরকম কড়া ধাঁচের মানুষ?
অভিনয় জগতে এসে সফলতা পেলেও একটা সময় কষ্টের মধ্যে দিয়েই কেটেছে জীবন। ছেঁড়া শাড়ি একবেলা খেয়েও দিন কাটিয়েছেন অভিনেত্রী।
সম্প্রতি এক সাক্ষাৎকারে অভিনেত্রী জানান, ‘আমি নিজের সম্পর্কে বেশিকিছু বলব না তবে হ্যাঁ আমি কড়া ধাঁচের, তাতে কোনো লজ্জা নেই, তাতে কোনো ভয় নেই, তাতে কোনো অন্যায় নেই। কে কি বলল তাতে কিছু যায় আসে না। আমার বন্ধুবান্ধব আত্মীয়রা অনেক সময় এরকম বলে।’
অঞ্জনা আরও বলেন, ‘আসলে আমি ছোটদের বড়দের সম্মান করতে বলি, আমি আশা করি তারা সেটা করবে, কারণ আমিও বড়দের সম্মান করি। কিন্তু তারমধ্যে অনেক ফারাক থাকে। এই নিয়ে লোকে এত কথা বলেছে আমি আর কিছু বলতেই চাই না। আমি ভীষণ নীতিবাদী। আমি জ্ঞানত আজ পর্যন্ত এমন কোনো কাজ করিনি যার জন্য আফসোস হয়। আমি যা বলি ভেবে বলি, তাতে যদি সামনের কারোর খারাপ লাগে কিছু করার নেই, এতে যদি কেউ ভাবে আমার ভীষণ ঔদ্ধত্য, তাহলে তাই। কারণ আমার বাবা মা যেটা শিখিয়েছে সেটাই আমার কাছে আছে।’