‘ইন্দ্রানী অনুমতি চাইলেও অঞ্জনা সেই পথে হাঁটে না…’, পর্দার চরিত্রের সাথে নিজের তুলনা করে কি বললেন অঞ্জনা বসু?

অঞ্জনা বসু

বাংলা সিনেমা থেকে সিরিয়াল, তিনি সবসময়ই দর্শকদের পছন্দ। অভিনেত্রী অঞ্জনা বসু। এই মুহূর্তে জি-বাংলার নতুন ধারাবাহিক ‘কুসুম’-এ ‘ইন্দ্রানী গাঙ্গুলী’-র চরিত্রে অভিনয় করছেন অঞ্জনা।

পর্দায় তার চরিত্রটি একেবারে দাপুটে প্রকৃতির। পর্দার ইন্দ্রাণী শুধু ব্যবসার মাঠেই নয়, গোটা সংসারটাই তার কথায় চলে। সম্প্রতি এক সাক্ষাৎকারে ইন্দ্রানী চরিত্র নিয়ে খোলাখুলি কথা বলেন অঞ্জনা। অভিনেত্রীর সাথে কি ইন্দ্রাণী চরিত্রের বাস্তবে কোন মিল আছে?

অঞ্জনা উত্তর দেন, ‘ইন্দ্রানী জীবনের সব সিদ্ধান্ত নিতে স্বামীর অনুমতি চায়, কিন্তু বাস্তব জীবনে অঞ্জনা সেই পথে হাঁটেন না।’ অঞ্জনার কথায়, ব্যক্তিগত জীবনে তার স্বামী তাকে সংসারের সব দায়িত্ব দিয়ে রেখেছেন।

অঞ্জনার স্বামী কর্মসূত্রে অন্য শহরে থাকেন, আর তাদের ছেলেও মাঝেমধ্যে কলকাতায় আসেন। তাই বেশিরভাগ সময় একাই থাকতে হয় তাকে। বাড়িতে কেউ না থাকলে সব কাজ নিজের হাতে করতে হয় তাকে। তবে শুটিং ফ্লোরেই বেশি সময় কাটে তার।