অভিনেতা অনিন্দ্য চট্টোপাধ্যায়, যাকে এই মুহূর্তে বেঙ্গল টপার ধারাবাহিক ‘পরিণীতা’য় খল চরিত্রে অভিনয় করতে দেখছে দর্শক। পাশাপাশি বড়পর্দায় পরিচালক সৃজিত মুখোপাধ্যায়ের ‘কিলবিল সোসাইটি’ ছবিতেও খলনায়কের ভূমিকায় কাজ করেছেন অনিন্দ্য। ২০২৫-এ এখনও পর্যন্ত ব্লক ব্লাস্টার ছবি হল ‘কিলবিল সোসাইটি’।
এরআগেও ‘চতুষ্কোণ’ ছবিতে সৃজিতের সঙ্গে কাজ করেছেন অনিন্দ্য। সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় একটি মজার পোস্ট শেয়ার করে অনিন্দ্য লেখেন, ‘যে লোকটা আমাকে ১০ বছর আগে বোবা টানেল দিয়েছিল, ঠিক ১০ বছর পর আমার আন্ডারওয়ারটাও খুলিয়ে নিল।’
আসলে কিলবিল সোসাইটিতে একটা বিশেষ দৃশ্যে আন্ডারওয়ার খুলতে হয়েছে অভিনেতাকে। আর সেই কারণেই মজার ছলে এমন মন্তব্য করেন অনিন্দ্য।
ছবিতে নায়িকার চরিত্রের নাম পূর্ণা আইচ। পূর্ণা’র চরিত্রে দেখা যাবে কৌশানী মুখোপাধ্যায়কে। গল্পে পূর্ণার প্রেমিকের চরিত্রে দেখা যাবে অনিন্দ্যকে। ছবিতে অনিন্দ্যর চরিত্রটি ভয়ঙ্কর টক্সিক।
ছবিতে তার চরিত্র প্রসঙ্গে অনিন্দ্য বলেন, ‘জীবনের সেরা প্রেমে পৌঁছানোর জন্য দু’-তিনটে টক্সিক প্রেম দরকার। এরকম টক্সিক প্রেমই আসল প্রেমের গতিপথ নির্ধারণ করে দেয়।’