সৌমিতৃষাকে নিয়ে কি বললেন আদৃত রায়?

আদৃত

বর্তমানে বাংলা ধারাবাহিকগুলির টিআরপির শীর্ষে রয়েছে মিঠাই। ‘মনোহরা’ নামের এক বনেদি বাড়ির কাহিনি নিয়েই গল্প বুনেছে মিঠাই। ধারাবাহিকের মূল মহিলা চরিত্রে রয়েছে মিঠাই অর্থাৎ সৌমিতৃষা কুণ্ডু। যে একজন মিষ্টি বিক্রেতা। এবং পুরুষ চরিত্রে রয়েছে সিদ্ধার্থ অর্থাৎ আদৃত রায়। যে একজন গম্ভীর ছেলে একদমই মিষ্টি পছন্দ করেন না।

মিঠাই কি পারবে তার উচ্ছেবাবুর মনে মিষ্টত্বে ভরিয়ে তুলতে? তা জানার জন্য দেখতে হবে জি বাংলায় রাত ৮ টায় মিঠাই। তবে বর্তমানে বাংলা দর্শকের মন কেড়েছে মিঠাই এবং তার উচ্ছেবাবুর অভিনয়। মিঠাইয়ের মিষ্টি অভিনয়ে জনপ্রিয় হয়ে উঠেছে এই ধারাবাহিক। তবে বাস্তবে মিঠাই অর্থাৎ সৌমিতৃষা কেমন? জানালেন তার উচ্ছেবাবু অর্থাৎ আদৃত রায়।

অভিনেতা আদৃত রায় জানান, অন স্ক্রিনের মিঠাইয়ের সঙ্গে বাস্তবের সৌমিতৃষার কিছু মিল রয়েছে। অনস্ক্রিনের মিঠাই যেমন কোনও কিছু কন্ট্রোল করতে পারে না, সৌমিতৃষাও ঠিক তেমন। শুটিং ফ্লোরে কিছু না কিছু সৌমিতৃষা ফেলবেই। কখনো চলাফেরা করতে গিয়ে টব ভেঙ্গে ফেলছে আবার কখনো নিজেই পড়ে গিয়ে আহত হচ্ছে।

অভিনেতা বলেন, “অনস্ক্রিনের মতোই সৌমিতৃষা খুব প্রাণবন্ত এবং মিষ্টি মেয়ে। তবে প্রথমদিন থেকেই কাজের প্রতি খুব মনোযোগী। আমার সাথে খুব ভালো বন্ডিং রয়েছে। আমার সাথে ওর প্রথম পরিচয় হয় লুক টেস্টের সময়। প্রথম দিন থেকে এখনও পর্যন্ত সৌমিতৃষা একইরকম রয়েছে, কোনও পরিবর্তন নেই। শুটিং এর ফাঁকে আমরা দুইজন অভিনয় নিয়ে কথাবার্তা বলি, একে অপরের সাথে ইয়ার্কি করি”।

আদৃত রায় বড় পর্দা থেকে ছোট পর্দায় এসেছে। তার মতে, বড় পর্দার মতো ছোট পর্দা একটি মাধ্যম যেখান থেকে দর্শকের মন জেতা যায়। তবে বড় পর্দা ছাড়েননি অভিনেতা। ধারাবাহিকের পাশাপাশি সিনেমাতেও অভিনয় করছেন। খুব শীঘ্রই তার অনেক ছবি প্রকাশ পাবে।

Leave A Reply

Please enter your comment!
Please enter your name here