গলার আওয়াজ থেকে শুরু করে দৈহিক গঠন সবতাই যেন একই রকম। এমনকি ইন্ডাস্ট্রিতে সকলে মা মেয়ে নয়, দুই বোন বলে মনে করে। কথা হচ্ছে জগদ্ধাত্রী ধারাবাহিকের বৈদেহী ওরফে অভিনেত্রী মৌমিতা গুপ্ত এবং মেয়ে রিমঝিম গুপ্ত কে নিয়ে। ছোটবেলায় বাবাকে পেলেও একটা সময় মা বাবার বিচ্ছেদের কারণে মায়ের কাছেই মানুষ রিমঝিম। তার জীবনে মা একজন বন্ধু তথা শিক্ষক। সম্প্রতি টলি টাইম এর তরফে নেওয়া সাক্ষাৎকারে মুখোমুখি হলেন মা মেয়ে জুটি।
পর্দার আড়ালে হোক কিংবা সামনে মায়ের প্রশংসায় সারাক্ষন মত্ত রিমঝিম। মা হল তার জিবন্দের রোল মডেল। অন্যদিকে মৌমিতাও কিন্তু মেয়ের প্রশংসায় পঞ্চমুখ। মৌমিতার কথায়, ‘ছোট থেকেই রিমঝিম খুব ম্যাচিওর, কখনও কোনও অসুবিধার কথা মুখ ফুটে বলে না। ও আমাকে যে পরিমাণ সাপোর্ট পেয়েছি, সেটা অন্য কেউ হলে করতে দিতে পারতো না।’
এদিন মজার ছলে রিমঝিম বলেন, ‘সবাই বলে আমি বুড়ি হয়ে যাচ্ছি আর মায়ের তো আরো ছোট হয়ে যাচ্ছে। লোকে বলে মা বাবাকে সবকিছু বলা যায়না, কিন্তু আমার সবকিছু মাকে না বললে ভালোলাগে না, এমনকি মাকে শুধু বললেই আমার সমাধান বেরিয়ে যায়। আমি অত্যন্ত মা ঘেঁষা মেয়ে, মা আর আমি একসাথেই বড় হয়েছি। আগে আমি বাচ্চা ছিলাম আর এখন মা আমার বাচ্চা।’