‘এখন যে ধরনের বাংলা ধারাবাহিক হয়, সেখানে আমি ফিট করিনা…’ বাংলা সিরিয়াল নিয়ে কি বললেন অভিনেত্রী একাবলী খান্না

একাবলী খান্না

অভিনেত্রী একাবলী খান্না, জনপ্রিয় বাংলা সিরিয়াল ‘এখানে আকাশ নীল’ দিয়ে অভিনয় যাত্রায় পা রাখেন। তবে এই মুহূর্তে বাংলা ধারাবাহিক ছেড়ে বড়পর্দায় কাজ করছেন অভিনেত্রী। সম্প্রতি অভিনেত্রীর দুটো ছবি মুক্তি পায়। সুমন ঘোষের ‘পুরাতন ‘ ও ‘দুর্গাপুর জংশন’। এর মাঝেই TV9 বাংলার সঙ্গে আড্ডায় বসলেন একাবলী।

আগামী দিনে কি একাবলী কে ধারাবাহিকে দেখার সম্ভাবনা আছে? উত্তরে অভিনেত্রী জানান, ‘এখন যে ধরনের বাংলা ধারাবাহিক হয় , সেখানে আমি ফিট করিনা। এখন বেশিরভাগ দেখি পারিবারিক গল্প যেখানে শাশুড়ি আর বৌমার সংঘাত, পারিবারিক পলিটিক্স চলছে। আমার মাঝে মাঝে মনে হয় টিআরপি অবশ্যই গুরুত্বপূর্ণ তবে সত্যি কি দর্শকরা এইসব গল্প পছন্দ করেন?’

‘যেখানে পরিবারের সদস্যরা একে অপরকে নিচু দেখাচ্ছে, কটুক্তি করছে, বুঝতে পারি না। আমি যে ধারাবাহিক করেছিলাম, সেখানে একটা মেডিক্যাল ব্যাকগ্রাউন্ডের গল্প ছিল, আমি রিসেপশনিস্ট হয়েছিলাম। ধারাবাহিকের নায়ক-নায়িকা ঋষি কৌশিক, অপরাজিতা তখন আইকনিক হয়ে গিয়েছিল।’

শুটিং সেটে সহ অভিনেতাদের সঙ্গে অভিনয়ের অভিজ্ঞতা কেমন? ‘এখনকার ধারাবাহিকের শ্যুটিং এর পরিবেশ কেমন জানি না, তবে আমি যখন ধারাবাহিক করেছি, তখন পরিবারের মতো হয়ে গিয়েছিলাম। আমাকে আগলে রাখতেন সবাই।’

বর্তমানে বলিউডের একাধিক কাজ নিয়ে ব্যস্ত একাবলী। সদ্যই কাজ শেষ করেছেন শ্রীরাম রাঘবন ও লাভ রঞ্জনের নতুন সিনেমায়। প্রযোজক গোল্ডি বেহেলের নতুন ওয়েব সিরিজেও কাজ করবেন একাবলী।