
বাঙালির বাজার মানেই হাতে বাজারের থলে আর সাথে নগদ টাকা। কিন্তু একি অবাক কান্ড! চেক বই নিয়ে মাছের বাজারে বাজার করলেন অভিনেতা রতন সরখেল। ঘটনাটা আজব লাগলেও এটাই সত্যি। কি এমন ঘটল অভিনেতার সাথে?
বেশ কয়েক বছর আগে দাদাগিরি রিয়ালিটি শোয়ে এসে সকলের সামনে ফাঁস করেছিলেন তার এই গোপন তথ্য। অভিনেতা হওয়ার পাশাপাশি বাড়ির কাজ, নিয়মিত বাজার করা সবটাই নিজে হাতে করেন অভিনেতা।
অভিনেতা জানান, একান্নবর্তী পরিবারে বড় হয়েছেন তিনি। বাইশ থেকে চব্বিশজন তাদের বাড়ির সদস্য। স্বাভাবিকভাবেই পরিবারের সকলে একসঙ্গেই খাওয়া-দাওয়া করেন। রোজকার বাজার হয় সেটা মাথায় রেখেই।
বাজারের মধ্যে মাছ আর আম কিন্তেই বেশি পছন্দ করতেন তিনি। সব সময় নগদ টাকা রাখা সম্ভব হয়না বলেই পরিবারের সকলের জন্য মাছ কিনতে গেলে টাকার অঙ্কটা বেড়ে যাওয়ায় মুশকিলে পড়তে হয় তাকে। সেই কারণেই চেক বই সঙ্গে রাখেন অভিনেতা।
তন সরখেল জানালেন, একবার ইলিশ কিনে ৬ হাজার টাকার বিল হওয়ায় মাছ বিক্রেতাকে চেক ধরিয়ে ছিলেন। অভিনেতার সেই গল্পই ভাইরাল হয় টলিপাড়ায়।