‘ওর লজ্জা করে। বড় হয়ে গিয়েছে তো তাই’, ছেলে ‘ম্যাঙ্গো’কে নিয়ে কি অভিযোগ জানেলেন মা রূপসা চক্রবর্তী?

অভিনেত্রী রূপসা চক্রবর্তী

প্রযোজক স্নেহাশিস চক্রবর্তী ও অভিনেত্রী রূপসা চক্রবর্তী একমাত্র পুত্র রূপস্নাত চক্রবর্তী। ছোট বয়সে বিয়ে করেন অভিনেত্রী। অল্প বয়সেই গর্ভে সন্তান ধারণ করেন রূপসা। তাই ছেলের সঙ্গে বন্ধুর মতোই সম্পর্ক তার। ছেলেকে ভালোবেসে ম্যাঙ্গো বলে ডাকেন অভিনেত্রী।

ছেলে সতেরো বয়স হলেও এখনো সেই প্রথম কোলে নেওয়ার মুহূর্তটাই রুপসার কাছে সেরা। জগদ্ধাত্রী ধারাবাহিকের অভিনেত্রী এক সাক্ষাৎকারে জানায়, ‘যেহেতু স্নেহাশিসের অফিস বাড়ির পাশেই, তাই অনেকটা সময় ওকে দিতে পেরেছে।’

তবে একসময় মায়ের সঙ্গে রিলস শেয়ার করতে দেখা যেত ম্যাঙ্গো-কে। তবে আজকাল ক্যামেরা দেখলেই নাকি পিছু হাঁটে কিন্তু কেন। এই প্রসঙ্গেই অভিনেত্রী জানিয়েছেন, ‘আসলে এখন ওর লজ্জা করে। বড় হয়ে গিয়েছে তো তাই। ক্যামেরা দেখলেই পাঁচ পা পিছনে হাঁটে। আগে যা বলতাম করত। এখন নাকি বন্ধুরা আওয়াজ দেয়। তাই এসব করবে না।’ মাঝেমধ্যে নাকি ছেলে ডায়লগ দিয়ে দেয়। অভিনেত্রী জানান, ‘এখন তো ও আমার দাদা’।

 

View this post on Instagram

 

A post shared by Rupsha Chakraborty (@rupsha2606)