‘আমি অ্যাওয়ার্ড পেয়ে গেলাম’, কিসের অ্যাওয়ার্ড পেলেন ‘মিঠিঝোরা’র রাই ওরফে আরাত্রিকা

আরাত্রিকা মাইতি

প্রতি বছরই জি বাংলা সোনার সংসার ঘিরে আলাদা রকমের উন্মাদনা থাকে অভিনেতা অভিনেত্রীদের। সাথে দর্শকরাও মুখিয়ে থাকে সেরার সেরা কে হবে তা জানার জন্য। অন্যদিকে চ্যানেলের তরফ থেকেও আমন্ত্রণপত্র পাঠানো হয় অভিনেতা অভিনেত্রীদের।

সম্প্রতি ভিডিও করে জি-বাংলার তরফে পাওয়া আমন্ত্রণপত্র সকলের সঙ্গে ভাগ করে নীল ‘মিঠিঝোরা’র রাই ওরফে আরাত্রিকা মাইতি। সেখানে দেখা যাচ্ছে, কার্ডে এসেছে চিঠি, সঙ্গে খাওয়ার কুপন। সাথে বড় একটা সুন্দর কারুকাজ করা কাঠের বাক্স তার উপরে চ্যানেলের লোগো সহ লেখা ‘জি বাংলা সোনার সংসার অ্যাওয়ার্ড ২০২৫’।

আরাত্রিকা মাইতি

বাক্সে রাখা ছোট্ট একটা মেমেন্টো। এটা আসলে সোনার সংসার অনুষ্ঠানে অ্যাওয়ার্ডের রেপ্লিকা। অ্যাওয়ার্ড হাতে রাই বলে উঠল,‘দেখো আমি প্রথমেই অ্যাওয়ার্ড পেয়ে গেলাম। মানে সবাই পেল আর কী!’

বাক্সের ভিতরে থাকা দুটি লাল পুটুলি, যার একটিতে রয়েছে চকোলেট, আরেকটিতে সাদা রঙের কড়ি। ইতিমধ্যেই জি বাংলা সোনার সংসারের শ্যুট করে ফেলেছেন আরাত্রিকা। সেখানে লাল রঙের শাড়িতে দেখা মিলল অভিনেত্রীর।