বিয়ের পর প্রথম পুজোয় কি প্ল্যান শ্বেতা-রুবেলের? জানালেন তারকা দম্পতি

শ্বেতা-রুবেল

দীর্ঘদিনের প্রেমের সম্পর্কের পর চলতি বছরের জানুয়ারিতেই নতুন সংসার শুরু করেছেন শ্বেতা ভট্টাচার্য ও রুবেল দাস। বিয়ের পর এটাই তাঁদের প্রথম দুর্গাপুজো। বিয়ের পর প্রথম পুজোয় কি বিশেষ প্ল্যান তারকা দম্পতির? প্রকাশ্যে জানালেন শ্বেতা-রুবেল।

পুজো মানেই প্রচুর শপিং, ঠাকুর দেখা, খাওয়া-দাওয়া। সেরকমই কি প্ল্যান তাদের? টলিউড অনলাইন নামে একটি পাপারাৎজি ভিডিয়ো সংবাদ মাধ্যমকে শ্বেতা বলেন, ‘পুজোর আগে রুবেলের জন্মদিন।’ তারপর শ্বেতার কথার রেশ ধরে রুবেল বলেন, ‘তার আগে ওঁর জন্মদিন।’ এই কথা শুনে নায়িকা খানিক আপত্তি জানিয়ে বলেন, ‘তার পরে।’ তখন রুবেল বলেন, ‘হ্যাঁ, কিন্তু পুজোর আগে তো তোমার জন্মদিন।’ এরপর শ্বেতা জানান, মহালয়ার দিন এবছর তাঁর জন্মদিন পড়েছে।

এরপর রুবেল বলেন, ‘হ্যাঁ, মহালয়ার দিন ওঁর জন্মদিন। আপনারা উইশ করে দেবেন। প্রতিবছর তাই হয়। পুজোর আগে, পরে বলব না। তবে পুজোর সময়টা বাড়ি জুড়ে বেশ ধামাকা চলে।’ তবে শেষে শ্বেতা বলেন, ‘কাজের এত চাপ যাচ্ছে পুজোর শপিং করার সময় পাচ্ছি না।’

বর্তমানে শ্বেতা-রুবেল দু’জনকেই জি বাংলার ধারাবাহিকে দেখা যাচ্ছে। শ্বেতা ভট্টাচার্যকে জি বাংলার জনপ্রিয় মেগা ‘কোন গোপনে মন ভেসেছে’তে নায়িকা ‘শ্যামলী’র ভূমিকায় দেখা যাচ্ছে। অন্যদিকে, রুবেল দাসকে ‘তুই আমার হিরো’ ধারাবাহিকের হিরো শাক্যজিতের ভূমিকায় দেখা যাচ্ছে।