বাংলা সিরিয়ালে বাজছে হিন্দি গান! আবেগ বোঝাতে কি বাংলা গান যথেষ্ট নয়? ধারাবাহিকে হিন্দি গান নিয়ে কি মতামত লীনা গাঙ্গুলি আর স্নেহাশিস চক্রবর্তীর?

বাংলা সিরিয়ালে

বাংলা গান হল বাঙালিদের আবেগ। কিন্তু সেই গান ঠাই পাচ্ছে না আজকাল টেলিভিশনগুলোতে। বাংলা সিরিয়ালে রোম্যান্টিক প্রেম থেকে শুরু করে ইমোশন দৃশ্যগুলোতে ব্যাকগ্রাউন্ডে বাজছে হিন্দি গান। বাংলাতেই জায়গা পাচ্ছে না বাংলা গান।

অন্যদিকে, অথচ দেশের অন্যান্য আঞ্চলিক ধারাবাহিকগুলিতে শুধুমাত্র নিজস্ব আঞ্চলিক গানগুলিকে প্রাধান্য দেওয়া হয়। যেমন দক্ষিণ ইন্ডাস্ট্রিতে টিভি শোতে কোনও হিন্দি গানের অনুমতি নেই। তাহলে বাংলা ধারাবাহিকের ক্ষেত্রে ব্যতিক্রম কেন? বাংলা গানকে কি কোন ঠাসা করছে বাঙালিরাই?

এক সাক্ষাৎকারে বাংলা সিরিয়ালে হিন্দি গান চলা নিয়ে মুখ খুলতে দেখা যায় বাংলা সিরিয়ালের দুই জনপ্রিয় স্ক্রিপ্ট রাইটার লীনা গাঙ্গুলি আর স্নেহাশিস চক্রবর্তী।

এই বিষয়ে স্নেহাশিস চক্রবর্তী জানান, ‘সিরিয়াল আসলে সমাজের আয়না। আর সেই আয়নায় এখন বাংলার বদলে ফুটে উঠছে হিন্দি সংস্কৃতি। এর ফলে বাংলার নিজস্ব সাংস্কৃতিক আত্মপরিচয়ের সংকট। আগে যেভাবে বাঙালি সাহিত্য, গান, ভাষা নিয়ে গর্ব করত।’

অন্যদিকে লীনা গাঙ্গুলির মতে, “হিন্দি গান ব্যবহারে কোনও সমস্যা নেই, যদি তা গল্পের প্রয়োজন মেটায়।” একসঙ্গে হিন্দি, বাংলা, ইংরেজি তিনটিই ব্যবহার করে। নিজের ধারাবাহিকও এটাই করে থাকি। তাই ধারাবাহিকেও যদি সেই কসমোপলিটান দৃষ্টিভঙ্গি প্রতিফলিত হয়, সেটি দোষের নয়।”

সুত্রঃ https://tollytales . com/entertainment/bangla-serial/reasons-behind-bengali-serials-losing-their-identity-in-the-wave-of-hindi-songs-44552