বিয়ের পর প্রথম ভ্যালেন্টাইনস ডে! কৌশাম্বীকে নিয়ে কি প্ল্যান আদৃতের? জানালেন স্বয়ং অভিনেতা

অভিনেতা আদৃত রায়

২০২৪ সালের ডিসেম্বরে মাসে সাত পাঁকে বাধা পরেছিলেন মিঠাই ধারাবাহিকের দুই জনপ্রিয় সদস্য অভিনেতা আদৃত রায় এবং অভিনেত্রী কৌশাম্বী চক্রবর্তী। নিজেদের সম্পর্ক আড়ালে রাখলেও বিয়ের খবর নিজেরাই সামনে এনেছিলেন। মিঠাই ধারাবাহিক থেকেই তাদের প্রেমপর্ব শুরু।

বর্তমানে আদৃত অভিনয় করছেন জি-বাংলার মিত্তির বাড়ি ধারাবাহিকে, অনযাদিকে ফুলকি ধারাবাহিকে অভিনয় করছেন কৌশাম্বী। আপাতত সিরিয়ালের শুটিং নিয়েই ব্যস্ত তারা। তবে বিয়ের পর আদৃত আর কৌশাম্বীর প্রথম ভ্যালেন্টাইনস ডে। কীভাবে সেলিব্রেট করবেন ভালোবাসার স্পেশাল দিন।

এক সাক্ষাৎকারে এই প্রশ্নের মুখোমুখি হয়ে আদৃত রায় জানান, ‘আমরা তো দুজনেই শুটিং ব্যস্ত। তাই ছুটি পাব কিনা জানি না। সবটা কাজের উপর নির্ভর করছে তবে ছুটি যদি থাকে অবশ্যই ওর জন্য বিশেষ কিছু করার চেষ্টা করব।’

এছাড়াও অভিনেতা আরও বলেন, ‘আমার দুজনের ছুটির দিনে প্রধান অগ্রাধিকার ঘুম। তাই ছুটি পেলেই ঘুমিয়ে নিই। আবার একসঙ্গে সময় কাটাই, মজা করি আবার ছোটখাটো ঝগড়াও করি সবমিলিয়ে আমরা আমাদের মতো করে দিনটা উপভোগ করি।’