
দাদা ও চার বোনের গল্প নিয়ে জি-বাংলার পর্দায় শুরু হয়েছে নতুন ধারাবাহিক ‘দাদামণি’। মুখ্য চরিত্রে অভিনয় করছেন অভিনেতা প্রতীক সেন। নায়িকা চরিত্রে রয়েছেন অভিনেত্রী অনুষ্কা চক্রবর্তী।
প্রতীক সেনকে দর্শকেরা অনেকেই চেনেন। স্টার জলসার খোকাবাবু, মোহর, উড়ান, সাহেবের চিঠির মতো একাধিক জনপ্রিয় ধারাবাহিকের নায়ক চরিত্রে অভিনয় করেছেন তিনি। তবে জি-বাংলার পর্দায় এটাই অভিনেতার প্রথম কাজ।
সম্প্রতি গল্পের নায়িকা অনুষ্কা চক্রবর্তী সাক্ষাৎকারে ফাঁস করলেন অভিনেতা প্রতীক সেনের সঙ্গে তার প্রথম কাজের অভিজ্ঞতা কেমন। প্রথমবার প্রতীকের সঙ্গে কাজ করার অভিজ্ঞতা যে এমন হবে সেটা অনুষ্কা নিজেও ধারণা করতে পারেননি।
অনুষ্কা জানান, ‘আমি ভাবতাম প্রতীকদা খুবই গুরুগম্ভীর এবং চুপচাপ স্বভাবের একজন মানুষ। তাই জন্য প্রথম থেকে চিন্তা ছিল কিভাবে সহ অভিনেতার সঙ্গে মানিয়ে নেব, তার সঙ্গে কাজ করব। কিন্তু এক দুদিন শুটিং করার পরেই বুঝতে পারি মানুষটা একেবারেই আমার ধারণার উল্টো।’
‘প্রতীকদার মত কেয়ারিং মানুষ আমি খুব কম দেখেছি। সহ অভিনেতা হিসেবে আমাকে পুরোপুরি ভাবে সাহায্য করেছে প্রথম দিন থেকেই। সেটে সকলের খেয়াল রাখছে, ছোট ছোট বিষয় সকলের প্রতি ভীষণই যত্নশীল তিনি।’