অবশেষে মিটল ‘চিরদিনই তুমি যে আমার’ ধারাবাহিকের নায়ক-নায়িকার মধ্যে ভুল বোঝাবুঝি। নিজেরাই পোস্ট করে জানালেন সেই খুশির খবর। তাদের মিটমাট হওয়ায় খুশি তাদের ভক্তরা।
বিগত কদিন ধরে জিতু আর দিতিপ্রিয়ার মধ্যে বিতর্কের ঝড় উঠেছিল নেটপাড়ায়। দিতিপ্রিয়া প্রথম জিতু কমলের বিরুদ্ধে গুরুত্বর অভিযোগ তোলেন। জিতু পাল্টা তাদের চ্যাট সোশ্যাল মিডিয়ায় ফাঁস করে নিজেকে নির্দোষ প্রমাণ। আর তারপর থেকে একে অপরের প্রতি কাঁদা ছোঁড়াছুড়ি চলছে।
তবে আজ বিকেলে অভিনেত্রী দিতিপ্রিয়া নিজের ফেসবুকে পোস্ট করে লেখেন, “প্রোডাকশন হাউসের সহযোগিতায় আমার সহ-অভিনেতার সঙ্গে যে ভুল বোঝাবুঝি ছিল, তা মিটিয়ে নিলাম।”
সহ-অভিনেত্রীর পোস্ট নিজের ফেসবুকে শেয়ার করে জিতু লেখেন, “আমার সহ-অভিনেত্রী ছোট,আজও আমার স্নেহের পাত্রী। আমিও আর এইসব মনে রাখলাম না। তোমার ভবিষ্যতের জন্যে অনেক অনেক শুভ কামনা। আমি সেরা উফফ আমরা সেরা।”