“বিচ্ছেদের যুগে দাঁড়িয়েও পাঁচ বছর আমরা একসাথে…”, বললেন অস্মিতা-প্রারব্ধি

অস্মিতা-প্রারব্ধি

অভিনয় জগতে একসঙ্গে কাজ করতে এসে অনেক অভিনেতা-অভিনেত্রী একসঙ্গে ঘর বেঁধেছেন। ঠিক তেমনই টেলিভিশনের পর্দায় মিষ্টি জুটি অস্মিতা-প্রারব্ধি। ২০২০ সালে স্টার জলসার ‘ভাগ্যলক্ষী’ ধারাবাহিকে একসঙ্গে জুটি বেঁধে ছিল প্রারব্ধি ও অস্মিতা। এই ধারাবাহিকের হাত ধরেই দুজনে প্রথম টেলিভিশন জগতে পরিচিতি পেয়েছিলেন।

ধারাবাহিকে কাজ করতে করতেই একে অপরকে মন দিয়ে ফেলেন দুজনে। খুনসুঁটি, মজা, লেকপুলিং সবমিলিয়ে একসঙ্গে কেটে গিয়েছে দীর্ঘ পাঁচ বছর। আজও দুজন দুজনকে আগলে রেখেছেন তারা।

বর্তমানে ডিভোর্সের যুগে দাঁড়িয়েও একে অপরের হাত ছাড়েননি অস্মিতা প্রারব্ধি। সম্প্রতি এক সাক্ষাৎকারে অস্মিতা জানিয়েছেন তাদের সম্পর্কেও ঝগড়াঝাঁটি, অশান্তি, কথা কাটাকাটি হয়। কিন্তু দিনের শেষে তাদের মাঝে বিশ্বাসটাই শেষ কথা। সেই বিশ্বাসটাই তাদেরকে একসঙ্গে বেঁধে রেখেছে। অন্যদিকে প্রারব্ধিও জানিয়েছেন প্রেমিক প্রেমিকা হওয়ার আগে তারা দুজন দুজনের খুব ভালো বন্ধু। তাই জন্য তাদের সম্পর্কটা এতদিন টিকে রয়েছে।

অস্মিতাকে বর্তমানে দেখা যাচ্ছে জি বাংলার পরিণীতা ধারাবাহিকে। অন্যদিকে অনুরাগের ছোঁয়ায় দেখা গিয়েছিল অভিনেতা প্রারব্ধিকে। এই মুহুর্তে দুজনেই নিজেদের কাজ নিয়ে ব্যস্ত রয়েছেন।