বাংলা টেলিভিশনের একজন সুদক্ষ অভিনেত্রী হলেন শাশ্বতী গুহঠাকুরতা। স্টার জলসা থেকে জি-বাংলায় একাধিক ধারাবাহিকে অভিনয় করেছেন। বকুল কথা, ইচ্ছে পুতুল সহ আরও একাধিক বাংলা ধারাবাহিকে কাজ করেছেন।
পুরনো যুগের অভিনেত্রী হলেও নতুন প্রজন্মের সাথে তাল মিলিয়ে কাজ করছেন। নতুন প্রজন্মের সাথে কাজ নিয়ে এক সাক্ষাৎকারে নিজের অভিজ্ঞতা ভাগ করে নিলেন।
এর আগে অনেকেই বলছেন নতুন প্রজন্মের সাথে পুরনো প্রজন্মের অভিনেত্রীদের কাজ করতে সমস্যা হয় কারণ নতুন প্রজন্ম সিনিয়রদের সম্মান জানাতে পারে না। এই প্রসঙ্গে শাশ্বতী বলেন, ‘হতে পারে হয়তো ফিট করে না। দিনের শেষে গিয়ে আমাকে মনে রাখতে হবে জনগণ কি চাইছে। যদি জনগণ মনে করেন সত্যি আমরা পুরোনো হয়ে গেছি। সত্যি আমাদের আর মানায় না, আমরা ফিট করি না আর তাহলে আমারা ফিট করি না। আমাদের এবারে থামা দরকার। আর যারা নতুন নতুন আসছেন যদি মনে হয় তারা ঠিক করছে তাহলে ওইটাই আমাদের মেনে নিতে হবে।’
অভিনেত্রী আরও বলেন, তিনি মোটেই নতুন প্রজন্মকে দায়ী করেন না কারণ সময়ের সাথে সাথে সবকিছু পাল্টে যায় তাই মানিয়ে নেওয়াটাই বুদ্ধিমানের কাজ।
সূত্রঃ https://binodonxp . com/entertainment/tollywood/saswati-guhathakurta-caught-in-a-interview-31996