অভিনেতা অভিনেত্রীদের ব্যক্তিগত জীবন নিয়ে নেটিজেনদের মনে কৌতূহল থাকেই। এমনকি তাদের কোন ছবি কিংবা ভিডিও যদি ভাইরাল হয় তাহলে তো আরকন কথা নেই। সেই নিয়ে চর্চা তুঙ্গে। এবার শিরোনামে উঠে এসেছেন বাংলা টেলিভিশনের পর্দায় পরিচিত জুটি নবনীতা দে ও রাজা চট্টোপাধ্যায়।
সম্প্রতি কাজের ফাঁকে নবনীতা, রাজা ও তাদের কন্যা নর্থ বেঙ্গলে ঘুরতে গিয়েছিলেন। সেখানেই তাদের দুপুরের মধ্যাহ্নভোজের ভিডিও মুহূর্তে ভাইরাল হয়ে যায়। ভিডিও ক্লিপটিতে দেখা যায়, সপরিবারে বসে খাচ্ছেন তারা এবং হঠাৎ নবনীতার মেয়ে একটি পিতলের গোপাল মূর্তিকে নিজের প্লেট থেকে ভাত খাইয়ে দিচ্ছে।
ভিডিও প্রকাশ্যে আসতেই নেটিজেনদের মধ্যে উঠেছে সমালোচনার ঝড়। ঘটনা প্রসঙ্গে নবনীতা বলেন, ‘আমরা গোপালকে ঠাকুর হিসেবে নয়, সন্তান হিসেবে পালন করি। আমি কখনওই ফুল-জল দিয়ে ওকে পুজো করি না, বরং আমাদের সঙ্গে রাখি সবসময়। আমরা যা খাই ওকেও তাই খাওয়াই, আমরা যদি পান্তা ভাত খাই, ও পান্তা ভাত খাবে আর আমরা যদি মটন খাই ও সেটাও খাবে।’
নবনীতার কথায় অনেকেই কটু মন্তব্য করে জানিয়েছেন, ‘আপনাদের অভিনয়ের সাথে সবকিছু গুলিয়ে দেবেন না, গোপাল আপনার অভিনয়ের পাত্র নয়।’ কেউ আবার লিখেছেন, ‘আপনারাই হিন্দু সমাজের লজ্জার কারণ! গোপাল ছেলে খেলার জিনিস নয়।’ আরেকজনের মন্তব্য, ‘পুতুল নিয়ে খেলা করছেন ওটা কিন্তু ঠাকুর, কৃষ্ণ ভক্তরা মাছ-মাংস ছুঁয়ে দেখে না আর সেখানে তাকে এইসব ভোগ দেওয়া হচ্ছে ছিঃছিঃছিঃ।’