আমরা পেশাদার অভিনেতা, চরিত্রের প্রয়োজনে স্ত্রী সোহিনীর ছেলে হতেও রাজি, বললেন ‘শ্রীময়ী’ খ্যাত সপ্তর্ষি

সপ্তর্ষি

কথায় আছে, ‘ভালোবাসা কখনো রুপ বা বয়স দেখে হয় না’। তারই এক জলজ্যান্ত উদাহরণ টেলি দুনিয়ার জনপ্রিয় অভিনেত্রী সোহিনী সেনগুপ্ত এবং অভিনেতা সপ্তর্ষি মৌলিক। নিজের থেকে ১৫ বছরের বড় সোহিনীকে বিয়ে করে ৮ বছর ধরে সুখে সংসার করছেন এই টলি দম্পতি।

সোহিনী এবং মৌলিক দুজনেই থিয়েটার জগতের সঙ্গে যুক্ত। ছোটপর্দায় ‘শ্রীময়ী’ ধারাবাহিকে ‘ডিঙ্কা’ চরিত্রে অভিনয় করে জনপ্রিয়তা পেয়েছেন সপ্তর্ষি। অন্যদিকে ‘খড়কুটো’ ধারাবাহিকের সকলের প্রিয় পুটু পিসি ওরফে সোহিনী সেনগুপ্ত।

‘শ্রীময়ী’ ধারাবাহিকের পর আবার ছোটপর্দায় কামব্যাক করছেন অভিনেতা। তবে এবার মুখ্য চরিত্রে তিনি। স্টার জলসার আসন্ন ধারাবাহিক ‘এক্কা দোক্কা’য় অভিনেত্রী সোনামণি সাহার বিপরীতে জুটি বাঁধবেন এই অভিনেতা। আপাতত ধারাবাহিকে ডাক্তারের চরিত্রে অভিনয়ের জন্য তৎপরতা, সহমর্মিতা, অপারেশন থিয়েটারের পরিবেশ এইসব নিয়ে পড়াশুনো করছেন তিনি।

সপ্তর্ষি

এক সাক্ষাৎকারে ‘এক্কা দোক্কা’ ধারাবাহিক প্রসঙ্গে কথা বলতে গিয়ে অভিনেত্রী সোনামণি সাহাকে নিয়ে প্রশংসা করতে দেখা যায় সপ্তর্ষিকে। অভিনেতা জানায়, ‘সোনামণির প্রচুর ভক্ত রয়েছে। ইদানীং তারা অভিনেতাকে গুচ্ছ গুচ্ছ ম্যাসেজ ট্যাগ করছেন”।

এদিন অভিনেতার কাছে প্রশ্ন রাখা হয়, কখনো যদি ধারাবাহিকে স্ত্রী সোহিনীর ছেলের চরিত্র অভিনয় করতে হয় তাহলে তিনি কি করবেন? সময় না নিয়েই অভিনেতা স্পষ্ট জবাব, ‘‘কেন নয়? আমরা পেশাদার অভিনেতা। চরিত্রের প্রয়োজনে স্ত্রী’র ছেলের চরিত্রে অভিনয় করতেও রাজী। এসব নিয়ে আমাদের দুজনের কোনও ট্যাবু নেই”।

Leave A Reply

Please enter your comment!
Please enter your name here