দীর্ঘ ৫ বছরের লড়াইয়ে জয় বিএসবি অনুরাগীদের অর্থাৎ পাখি-অরণ্যের অনুরাগীদের। তাদের টানা ৫ বছরের লড়াইয়ে ফের জুটি বাঁধল ২০১৩ এর জনপ্রিয় যশ-মধুমিতার জুটি ।
যশ-মধুমিতার জুটির পথ চলা শুরু হয়েছিল ২০১৩ সালে ‘বোঝে না সে বোঝে না’ ধারাবাহিকের হাত ধরে। এই পাখি-অরণ্যের নতুন জুটির কেমিস্ট্রির ঝড়ের প্রভাব শুধু এপার বাংলা নয়, ওপার বাংলায়ও আছড়ে পড়েছিল।
ধারাবাহিক শেষ হলেও আজও এই জুটি নিয়ে মাতামাতি কমেনি। তাদের অনুরাগীরা ৫ বছর একইভাবে অনুরোধ জারি রেখেছিল এই জুটিকে পর্দায় ফেরানোর জন্য। তাদের অনুরোধে আবার একসঙ্গে পাখি-অরণ্য অর্থাৎ যশমিতা।
যদিও বড় পর্দায় নয় তবে নতুন মিউজিক ভিডিওতে একসঙ্গে জুটি বাঁধছেন যশ দাশগুপ্ত এবং মধুমিতা সরকার। ইতিমধ্যেই সেই মিউজিক ভিডিওর ছবি প্রকাশ্যে এসেছে। খুশির ঝড় দেখা যাছে ফ্যান পেজে।
এসভিএফের ব্যানারে বাবা যাদবের পরিচালনায় ‘ও মন রে’ গানের মিউজিক ভিডিওতেই দেখা যাবে যশ-মধুমিতাকে। গানটি গেয়েছেন বাংলাদেশের গায়ক তনবীর ইভান। এর আগে তার গাওয়া ওপার বাংলা গান ‘অভিযোগ’ এবং ‘অভিমান’ এপার বাংলাতেও জনপ্রিয় হয়েছিল।
আজ থেকে নতুন মিউজিক ভিডিওর শুটিং শুরু। খুব শীঘ্রই দর্শক দেখতে পাবেন এই ভিডিও। আশাকরি আগামী বছরগুলিতে আমরা বড় পর্দায়ও দেখতে পাব এই জুটিকে। তাদের জন্য শুভকামনা রইল।