টেলিভিশন ইন্ডাস্ট্রির এমন অনেক অভিনেতারা রয়েছেন যাদের জীবনের অতীতের কিছু ঘটনা অনেকের অজানা। আবার বলা যেতে পারে সেই সব ঘটনা তারা লাইমলাইটে আনতে চান না। ঘটনাটি জনপ্রিয় অভিনেতা বিশ্বনাথ বসুকে ঘিরে। সালটি ছিল ২০১৯, সেই সালটি অভিনেতার জীবনে সবচেয়ে অভিশপ্ত।
সেই সময় মালয়েশিয়ার শুটিং করছিলেন। শুটিং চলাকালীন তার কাছে ফোন আসে। অভিনেতার জীবনে নেমে আসে শোকের ছায়া। ভস্ত্রীয়ের গর্ভেই তার প্রথম সন্তানের মৃত্যু। স্ত্রী দেবিকা সন্তানের মৃত্যুতে ভেঙে পড়েছেন, একদিকে স্ত্রী চিন্তা, অন্যদিকে সন্তান হারানোর যন্ত্রণায় কান্নায় ভেঙে পড়েন অভিনেতা।
প্রোডাকশন, ভিসা, ফ্লাইট সব বাধা এক দিকে আর সন্তান হারানোর দুঃখ। তবে বাধ্য হয়েই শেষমেশ পেশার প্রতি দায়বদ্ধতার কাছে হার মানতে হয়েছিল তাকে। সন্তান হারানোর কষ্ট বুকে চেপেই শুটিং চালিয়ে যেতে বাধ্য হন তিনি। সহ-অভিনেত্রী ইন্দ্রানী পাশে এসে শান্তনা দিয়েছিলেন। পাশে ছিলেন কলাকুশলীরা। ক্যামেরা কাট বলার পর অভিনেতার চোখের জল ছিল। দেশে ফিরে স্ত্রীকে জড়িয়ে ধরে কান্নায় ভেঙে পড়েন বিশ্বনাথ। তবে সেই দুঃসময় কাটিয়ে বর্তমানে দুই ছেলেকে নিয়ে সুখে সংসার করছেন অভিনেতা।