সুখবর! বিয়ের পিঁড়িতে বসতে চলেছেন ‘করুণাময়ী রাণী রাসমণি’র ‘ভূপাল’ বিশ্বাবসু বিশ্বাস, জানেন পাত্রী কে?

বিশ্বাবসু বিশ্বাস

টলিপাড়ায় নতুন বছর শুরু হতে না হতেই একাধিক বিয়ের খবর সামনে আসছে। এবার ছাদনা তলায় বসার পালা ছোটপর্দার আরও এক অভিনেতার। ‘করুণাময়ী রাণী রাসমণি’র ‘ভূপাল’ নামেই দর্শকমহলে দারুণ জনপ্রিয় অভিনেতা বিশ্বাবসু বিশ্বাস।

‘ভূপাল’ চরিত্রটাই রাতারাতি জনপ্রিয় করে তুলেছিল অভিনেতাকে। জীবনের নতুন অধ্যায় শুরু করতে চলেছেন বিশ্বাবসু। চলতি বছরেই বিয়ের পিঁড়িতে বসতে চলেছেন অভিনেতা। তবে পাত্রী কে?

জানা গিয়েছে নায়ক ২৩ জানুয়ারি বিয়ের পিঁড়িতে বসবেন। নায়কের হবু স্ত্রীর নাম ঐশিকী ঘটক। পাত্রী বিষ্ণুপুরের মেয়ে। তিনি রবীন্দ্রভারতী বিশ্ববিদ্যালয়ে নাটক নিয়েই পড়াশোনা করছেন।

২৮ জানুয়ারি কলকাতায় হবে তাঁদের প্রীতিভোজ। বিয়ে প্রসঙ্গে আনন্দবাজার ডট কমকে দেওয়া এক সাক্ষাৎকারে নায়ক বলেন, ‘যেমন বিয়ের প্রস্তুতি হয়, সে ভাবেই হচ্ছে। বিষ্ণুপুরে যাব বিয়ে করতে। সামাজিক নিয়ম মেনেই বিয়ে হবে আমাদের।’

বিশ্বাবসু বিশ্বাস

টলিপাড়ায় একের পর এক বিয়ের সানাই। ওই একই দিনে বিয়ে করবেন অভিনেত্রী মধুমিতা সরকার। তিনিও বেশ অনেকদিন বিয়ের তারিখটা আড়ালেই রেখেছিলেন। এখন তাঁদের আইবুড়োভাত খাওয়ার ছবি চারিদিকে ছড়িয়ে পড়েছে। অন্য দিকে ফেব্রুয়ারি মাসেই নাকি বিয়ে করবেন রণজয় বিষ্ণু এবং শ্যামৌপ্তি মুদলিও।

বিশ্বাবসু বিশ্বাস