মিঠাই ধারাবাহিকের গল্প ঘিরে গর্বিত তার ফ্যানেরা। এমন একটি সুন্দর ধারাবাহিকে ফ্যান হতে পেরে আজ গর্ব বুক ফুলে যাচ্ছে মিঠাই ভক্তদের। কিন্তু কেন?
আসলে যারা ধারাবাহিকটি নিয়মিত দেখেন তারা জানেন, মিঠির সাথে পরিস্থিতির চাপে পরে বিয়ে হয়ে সিদ্ধার্থের। কিন্তু সিদ্ধার্থের জীবনে একটাই নারী ছিল, সে হল মিঠাই। আর সে মনে প্রাণে বিশ্বাস করত মিঠাই ফিরে আসবে। আর তার বিশ্বাস সত্যিই হল।
মিঠাই ফিরে এসেছে সঙ্গে সিদ্ধার্থের মেয়ে মিষ্টিকে নিয়ে। কিন্তু মিঠাই স্মৃতি হারিয়েছে। অন্যদিকে শাক্যকে এতদিন নিজের ছেলের মতো করে মানুষ করেছে মিঠি।
অন্য সব ধারাবাহিক হলে এতদিনে মিঠিকে ভিলেন বানিয়ে মিঠাইয়ের সতীন বানিয়ে দিত। আর ধারাবাহিকে পরকীয়ার ট্র্যাক ঢুকিয়ে দিত। কিন্তু মিঠাই অনন্য। কারণ মিঠির চরিত্রটি খুব পজেটিভভাবে তুলে ধরেছেন লেখিকা।
ভিলেন নয়, বরং মিঠাইকে খুঁজে পেতে সিদ্ধার্থকে সাহায্য করে মিঠি। এমনকি মিঠাইকে মনোহরায় ফিরিয়ে এনে সিদ্ধার্থের হাতে নিজেই ডিভোর্স পেপার ধরিয়ে দেয়। মিঠি চাইলে নিজের অধিকারের দাবি জানাতে পারত কিন্তু সেটা সে করেনি। এই ধারাবাহিকের মাধ্যমে লেখিকা তুলে ধরেছেন পৃথিবীতে আজও দয়ালু এবং ভালো মানুষ রয়েছে। তাই এরকম একটি ধারাবাহিক উপহার দেওয়ার জন্য লেখিকার কাছে শত কোটি প্রণাম জানাচ্ছেন মিঠাই ভক্তরা।