“নায়ক হতে পারিনি বলে এত হিংসা…এই ভাবে আমায় গালিগালাজ করছে”, মাচা অনুষ্ঠানে চরম অপমানিত খলনায়ক সুমিত গঙ্গোপাধ্যায়

সুমিত গঙ্গোপাধ্যায়

কটা চোখ, লম্বা-চওড়া চেহারা, যাকে পর্দায় দেখলেই একসময় রাগে জ্বলে উঠত দর্শক। এতটাই স্বচ্ছ ছিল তার অভিনয়। কথা হচ্ছে বাংলা সিনেমার দুঁদে খলনায়ক সুমিত গঙ্গোপাধ্যায় কে নিয়ে। তবে এখন তাকে বড়পর্দায় খুব বেশি দেখা যায় না।

তবে গ্রামাঞ্চলে এখনও মাচা অনুষ্ঠানে সুমিত গঙ্গোপাধ্যায়ের বিপুল জনপ্রিয়তা। কিন্তু সেই মাচা অনুষ্ঠান করতে গিয়েই চরম অপমানিত হতে হল অভিনেতাকে। মঞ্চেই মেজাজ হারালেন সুমিত।

সমাজমাধ্যমের পাতায় উঠে এসেছে সেই ভাইরাল ভিডিয়ো। মঞ্চে অনুষ্ঠান শুরুর আগেই দর্শকাসনে বসে এক জন অশ্লীল মন্তব্য করেন সুমিতকে। তার পরেই আর নিজের মেজাজ ঠিক রাখতে পারেননি অভিনেতা।

সুমিত বলেন, “নায়ক হতে পারেননি বলে এত হিংসা! তাই তখন থেকে এই ভাবে আমায় গালিগালাজ করছেন! শিল্পী হতে চাইলে আসুন।” অভিনয়জীবনের অনিশ্চয়তার কথা মঞ্চে বলতে গিয়ে সুমিত জানান, “আমাদের অবসরকালীন কোনও ভাতা নেই। পরবর্তীকালে আমাদের আর কেউ যখন ডাকবে না, তখন এই টাকা দিয়েই আমাদের পেট চালাতে হবে।”

এই ভিডিয়োতেই একের পর নেতিবাচক মন্তব্য উপচে পড়েছে। এক জন লিখেছেন, “এই সুমিত গাঙ্গুলি এখন স্টেজে উঠেই এরকম একটা নাটক শুরু করে দেয়, আসলে না পারে গাইতে, না পারে নাচতে, এখন স্টেজে উঠে করবেটা কী, অগত্যা এই স্টেজে উঠে ভাষণ শুরু করে।” যদিও এই বিতর্কে পাল্টা কোনও মন্তব্য করেননি খলনায়ক।