
জি বাংলার জনপ্রিয় ধারাবাহিক ‘ফুলকি’। শুরু থেকেই দর্শকমহলে বাজিমাত করে ফুলকি- রোহিতের জুটি। এমনকি টিআরপি তালিকাতেও জায়গা করে নিয়েছে এই ধারাবাহিক। গল্পে নায়ক-নায়িকার পাশাপাশি খলনায়ক ‘রুদ্র’ বেশ জনপ্রিয় হয়ে উঠেছে। রুদ্র’র ভূমিকায় অভিনয় করছেন অভিনেতা সুদীপ সরকার।
গল্পে রুদ্রর চরিত্রে সুদীপকে দারুণ মানিয়েছে এমনটাই মনে করেন দর্শক। ধারাবাহিকে রুদ্র’র শয়তানি সত্যি ধারাবাহিককে জনপ্রিয়তার শীর্ষে নিয়ে গিয়েছে। তবে টেলিপাড়ার গুঞ্জন নাকি ফুলকি ধারাবাহিকে শেষ হতে চলেছে রুদ্র’র যাত্রা।
ধারাবাহিকের আসন্ন পর্বে দেখা যাবে নকল ছোট রাজা সেজে রাজবাড়ীতে আশ্রয় নিয়েছে রুদ্র। আর সেটা ধরে ফেলে ফুলকি। মুখোশের আড়ালে রুদ্র যে এই সমস্ত শয়তানি করছে সেটা জানতে পারে সকলে। শত্রুকে বিনাশ করতে রুদ্রর উপর গুলি চালায় ফুলকি। আর এই দৃশ্য দেখার পরেই দর্শকের ধারণা আগামী দিনে হয়তো রুদ্রর মৃত্যু দিয়েই তার চরিত্রটি শেষ হবে ধারাবাহিকে।
অন্যদিকে স্টার জলসার রানী ভবানী ধারাবাহিকে গুরুত্বপূর্ণ চরিত্রে এন্ট্রি নিয়েছে সুদীপ। তার কারণেই কি ফুলকি ধারাবাহিক ছাড়তে চলেছেন সুদীপ? যদিও এই বিষয়ে এখনও পর্যন্ত মুখ খোলেননি অভিনেতা।