যথেষ্ট সুন্দরী তিনি, অভিনয়েও দক্ষ তবুও বাংলার টেলিভিশনের দর্শকের কাছে ভিলেন হিসাবে পরিচিত। এরকম মিষ্টি মেয়েকে ভিলেন ভাবতেই একেবারেই ভালো লাগে না দর্শকের। কথা হচ্ছে ‘ইচ্ছে পুতুল’ ধারাবাহিকের ময়ূরী ওরফে অভিনেত্রী শ্বেতা মিশ্রকে নিয়ে। ভিলেন চরিত্রে যে তিনি ১০০/১০০ তা বলার অপেক্ষা রাখে না।
এই প্রথম নয়, ‘ধুলোকণা’ ধারাবাহিকেও দর্শক তাকে ভিলেন চরিত্রে দেখেছেন। কখনো চড়ুই আবার কখনো ময়ূরী হয়ে নিজের অভিনয় দিয়ে দর্শকদের রাগিয়ে দিয়েছেন। কিন্তু দর্শক চান তাকে পর্দার নায়িকা হিসাবে দেখতে। সম্প্রতি এক সাক্ষাৎকারে শ্বেতা নিজেও জানিয়েছেন তিনি নিজেকেও এইভাবে দেখতে পারছেন না। তাই ‘ইচ্ছে পুতুল’ ধারাবাহিক তার শেষ নেগেটিভ চরিত্রে। এরেপরে তিনি পজেটিভ চরিত্রে অভিনয় করতে চান।
নায়িকা হওয়ার সমস্ত গুণ থাকা সত্ত্বেও বারবার পার্শ্বচরিত্রে অভিনয় কেন শ্বেতার? অনেক আগেই এই প্রশ্নের মুখোমুখি হয়েছিলেন তিনি। ছোটপর্দার ময়ূরী জানিয়েছিলেন, “আমার কাছে মুখ্য চরিত্রের অফার এসেছিল। কিন্তু আমি রাজী হয়নি। অন্যরকম কিছু করার চেষ্টা করছিলাম। ভেবেচিন্তেই চড়ুইয়ের চরিত্র বেছে নিই। মনে হয়না কোনও ভুল করেছি”।
অভিনেত্রীর মতে, তিনি নায়িকা নন বরং অভিনেত্রী হতে চান। যেকোনো ভালো চরিত্রে পেলে অবশ্যই করবেন। তবে আর ভিলেন নয়, পর্দার ভালো মেয়ে হয়ে উঠতে চান তিনি।