ফের একফ্রেমে বিক্রম-শোলাঙ্কি! পর্দায় কি চমক আনবে ‘ইচ্ছে নদী’র জুটি?

শোলাঙ্কি রায়

ইচ্ছে নদী ধারাবাহিকে প্রথম একসঙ্গে জুটি বেঁধেছিল বিক্রম চট্টোপাধ্যায় এবং শোলাঙ্কি রায়। সেই থেকে দর্শকের চোখে খুব পছন্দের ছিল এই জুটি। ২০২৩ সালে আরও একবার এই জুটিকে একসঙ্গে কাজ করতে দেখা যায়, সেটা অবশ্য বড়পর্দায়। ছবির নাম ছিল ‘শহরের উষ্ণতম দিনে’।

এবার ফের পর্দায় আসছে বিক্রম-শোলাঙ্কি। জানা যাচ্ছে, শহরের উষ্ণতম দিনে ছবির সিক্যুয়েল আসছে বড়পর্দায়। অনিন্দিতা এবং ঋতবানের গল্প আবারও ফুটে উঠবে পর্দায়। এই সময়ের তরফে একটি রিপোর্টে জানানো হয়েছে ২০২৫ সালের শেষের দিকে শুরু হবে শহরের উষ্ণতম দিনে ২ ছবির শ্যুটিং।

এই ছবির প্রথম পর্বের শেষে দেখানো হয়েছিল ঋতবানকে ছেড়ে বিদেশে পাড়ি দিয়েছে অনিন্দিতা। ছবির পার্ট ২-এ তাদের জীবন কোন দিকে মোড় নেয় তা ফুটে উঠবে গল্পে। পর্দায় আরও একবার বিক্রম-শোলাঙ্কির জুটিকে পর্দায় দেখার অপেক্ষায় দর্শকমহল।