বড় চমক! এবার পর্দায় জুটি বাঁধতে চলেছেন বিক্রম-কিরণ

 বিক্রম-কিরণ

টলিপাড়ার একজন হ্যান্ডসাম নায়ক হলেন বিক্রম চট্টোপাধ্যায়। ছোটপর্দা হোক বা বড়পর্দা তাকে দেখলেই ঘুম উড়ে যায় মহিলা ভক্তদের। এতদিন তাকে দর্শক দেখেন কখনো প্রেমিক আবার কখনো অ্যাকশন হিরো হিসাবে।

তবে এবার বিক্রমকে দর্শক দেখবেন বাবা’র ভূমিকায়। ছবির নাম ‘বাবা’। ছবির পরিচালনার দায়িত্বে রয়েছেন পরিচালক জিৎ চক্রবর্তী। দেড় বছরের এক শিশু এবং তার পিতার লড়াই ঘিরে তৈরি হবে ছবির গল্প।

সবচেয়ে বড় চমক পেশায় মডেল এবং সোশ্যাল মিডিয়ার চর্চিত কনটেন্ট ক্রিয়েটর কিরণ মজুমদার এই ছবির হাত ধরে প্রথম অভিনয় জগতে পা রাখতে চলেছে। তাও আবার অভিনেতা বিক্রম চট্টোপাধ্যায়ের সাথে জুটি বেঁধে।

বিক্রম এবং কিরণের চরিত্র নাম থাকেব গৌরব আর রাই। নতুন ভূমিকায় সুযোগ পেয়ে ভীষণ খুশি বিক্রম। আজকাল ডট ইন-কে অভিনেতা জানান, জীবনে এই প্রথমবার বাবার চরিত্রে অভিনয় করছি। ফলে দর্শক আমাকে নতুন ভাবে পাবেন এই ছবিতে। সন্তানের জীবনে মায়ের ভূমিকা নিয়ে আমরা বেশির ভাগ সময়ে কথা বলে থাকি। কিন্তু সন্তানকে বড় করার জন্য, তাকে রক্ষা করার জন্য একজন সাধারন বাবা যে কতটা দূর যেতে পারে, সুপারহিউম্যান হয়ে উঠতে পারে, সেই গল্প নিয়ে এই ছবিটা’।

ছবিতে বিক্রম এবং কিরণ ছাড়াও থাকবেন অপরাজিতা আঢ্য, দেবরাজ ভট্টাচার্য, বিশ্বনাথ বসু, কাঞ্চন মল্লিক, অরিত্র গঙ্গোপাধ্যায় সহ একাধিক তারকা। বিশেষ চরিত্রে দেখা মিলবে মমতা শঙ্করের।