‘ফাগুন বউ’ ধারাবাহিকের পর দীর্ঘ ৬ বছর পর ফের ছোটপর্দায় জুটি হয়ে ফিরছেন বিক্রম-ঐন্দ্রিলা

বিক্রম-ঐন্দ্রিলা

জি-বাংলা “সাত পাকে বাঁধা” ধারাবাহিকের হাত ধরে ছোটপর্দায় আত্মপ্রকাশ করেছিলেন অভিনেতা বিক্রম চট্টোপাধ্যায় এবং অভিনেত্রী ঐন্দ্রিলা সেন। এই তরুণ জুটি খুব অল্প সময়ের মধ্যে বাংলা টেলিভিশনে ঝড় তুলেছিলেন রীতিমত। যে জুটিকে আজও বাংলা টেলিভিশনের গোল্ডেন জুটি বলা হয়।

এরপর ২০১৮ সালে ‘ফাগুন বউ’ ধারাবাহিকে আবার জুটি বাঁধতে দেখা যায় তাঁকে। মহুল ও রোদ্দুরের জুটি খুব অল্প সময়ের মধ্যে আবারও দর্শকের মন জিতে নেয়। এরপর আর তাদের কাউকে ছোটপর্দায় দেখা যায়নি। বড়পর্দায় নিজেদের জায়গা পাকাপাকি করেছেন তারা। তবে ছোটপর্দার দর্শক তাদের ভীষণ মিস করেন।

তবে এবার দর্শকদের চমক দিয়ে দীর্ঘ ৬ বছর আবারও ছোটপর্দায় জুটি হয়ে ফিরছেন বিক্রম-ঐন্দ্রিলা। তবে ধারাবাহিক নয়, জুটি হয়ে একটি নতুন রিয়্যালিটি শো নিয়ে হাজির হচ্ছে তারা। নন-ফিকশন, মজার রিয়েলিটি শো হোস্ট করতে দেখা যাবে তাদের। ইতিমধ্যে সেই শোয়ের প্রোমোর ঝলক সামনে এসেছে।

এই নতুন শোয়ের নাম “১০দিনে ১০লাখ”। তবে এই শো কোন চ্যানেলে আসবে তা এখনো প্রকাশ পায়নি। তবে ঐন্দ্রিলা আর বিক্রমকে একসঙ্গে বহুদিন পর ছোটপর্দায় দেখে ভীষণ খুশি হয়েছেন তাদের ভক্তরা।