২৮ শে ফেব্রুয়ারি থেকে জি-বাংলার পর্দায় শুরু হয়েছে ‘গৌরী এলো’ ধারাবাহিকের জার্নি। যেখানে মুখ্য চরিত্রে রয়েছে নবাগতা নায়িকা মোহনা মাইতি। যার বয়স মাত্র ১৫ কি ১৬ হবে। এখনও মাধ্যমিক পাশও করেনি অভিনেত্রী। ড্যান্স বাংলা ড্যান্সের একজন প্রতিযোগী ছিলেন তিনি। আর সেখান থেকেই এই ধারাবাহিকে সুযোগ আসে।
‘গৌরী এলো’ ধারাবাহিক মোহনার প্রথম অভিনয় হলেও তার অভিনয় ইতিমধ্যেই দর্শকের নজরে। তবে জানলে অবাক হবেন, এই ধারাবাহিকে মোহনা মাইতি নয় বরং অভিনয় করার কথা ছিল অভিনেত্রী বিজয়লক্ষ্মী চট্টোপাধ্যায়ের। যিনি একসময় ‘সংসার সুখের হয় রমণীর গুণে’, ‘দ্বিরাগমন’, ‘রানু পেল লটারি’ মতো জনপ্রিয় ধারাবাহিকে অভিনয় করে প্রচুর প্রশংসা অর্জন করেছিলেন। কিন্তু কেন তার জায়গায় আনা হয় মোহনাকে?
তথ্য সূত্রে জানা যায়, ‘গৌরী এলো’ সিরিয়ালের জন্য পরিচালকের প্রথম পছন্দ ছিল বিজয়লক্ষ্মীকে। এই ধারাবাহিকের হাত ধরেই কামব্যাক করার কথা ছিল তার। কিন্তু লুক টেস্টে তাকে মানায়নি, তাই বাদ দেওয়া হয়েছিল বিজয়লক্ষ্মীকে। তার জায়গায় সুযোগ পান মোহনা।