ইন্ডিয়ান আইডল ১৫ দ্রুত এগোচ্ছে ফাইনালের দিকে। কে হবে বিজেতা? সেই দিকেই নজর দর্শকের। তবে দর্শকের মতামত কি?
প্রতিযোগী মানসী ঘোষ, যিনি নিজের সুরেলা কণ্ঠে প্রতিনিয়ত বিচারকদের মুগ্ধ করছে। এবার দর্শকের বিচারে বিজেতা হিসাবে নাম রয়েছে মানসী ঘোষের। তবে জানেন মানসীর পরিচয়? কে এই মানসী?
ইন্ডিয়ান আইডল ১৫ এর বিজেতার দৌড়ে এগিয়ে রয়েছেন মানসী ঘোষ। দমদমের পাইকপাড়ার বাসিন্দা এই মেয়ে। ক্রাইস্টচার্চ গার্লস স্কুলে পড়াশুনো করেছেন সে। সুপারসিঙ্গার চলাকালীন কলেজে ফাইনাল ইয়ারের পরীক্ষা দিয়েছিলেন। সিঙ্গার সিজন ৩-এ ট্রফি জিততে পারেনি। সুচিস্মিতা চক্রবর্তী বিজেতা হয়েছিলেন।
শুধু গান না, গানের পাশাপাশি শৈশব থেকে নাচ শিখেছেন মানসী। ইন্ডিয়ান আইডলের মঞ্চে সকলকে মুগ্ধ করছে বাংলার এই মেয়ে। ইতিমধ্যে প্লেব্যাক করেছেন। তবে সুপারসিঙ্গার মঞ্চে তার ট্রফি জেতার স্বপ্ন কি এবার ইন্ডিয়ান আইডলের মঞ্চে সত্যি হবে? সেটাই দেখার।