‘মেয়েবেলা’ ধারাবাহিক ঘিরে বয়কটের ডাক সোশ্যাল মিডিয়ায়। বেশ কিছুদিন ধরে ধারাবাহিকে দেখানো হচ্ছিল না রুপা গাঙ্গুলিকে। আর তারপরই গুঞ্জন ওঠে বীথি চরিত্রে নতুন মুখ আনা হবে। অবশেষে সেই গুঞ্জন সত্যি হল। মেয়েবেলা ধারবাহিক ছেড়ে চলে গেলেন রুপা। তার জায়গায় বীথি চরিত্রে আনা হল অভিনেত্রী অনুশ্রী দাস।
অভিনেত্রী অনুশ্রী দাসও একজন দক্ষ অভিনেত্রী, তবে বীথি চরিত্রে এতদিন দর্শক রুপা গাঙ্গুলিকে দেখে এসেছেন এবং ডোডোর মায়ের চরিত্রে তিনিই পারফেক্ট বলে মনে করেছেন অধিকাংশ দর্শক। মেয়েবেলা ধারবাহিকের বিশেষ আকর্ষণই ছিল রুপা। আর তিনি চলে যাওয়ায় এবার ধারবাহিক বয়কটের ডাক উঠেছে। আচমকা কেন মুখ বদল হল বীথি চরিত্রে? এই প্রশ্নই এখন ভাবাচ্ছে দর্শকদের।
প্রোডাকশন হাউসের খবর, চ্যানেল রুপা গাঙ্গুলিকে পরিবর্তন করেননি। নিজের সিদ্ধান্তেই এই ধারাবাহিক ছেড়ে দিয়েছেন অভিনেত্রী। যদিও তার কারণ জানেন না কেউই। এমনকি তার সহ-কর্মীদের কাছেও ধোঁয়াশা।
বেশ কিছুদিন আগে একাংশ নেটিজেন বীথি চরিত্রে রুপা গাঙ্গুলির অভিনয় নিয়ে প্রশ্ন তুলেছিলেন। এমনকি তাকে বীথি চরিত্র থেকে বাদ দেওয়ার জন্য অনুরোধ করেন। তাহলে কি দর্শকের কথা ভাবেই সরে গেলেন অভিনেত্রী?
এই মুহূর্তে সোশ্যাল মিডিয়ায় বীথি চরিত্রে রুপা গাঙ্গুলিকে সরিয়ে নতুন মুখ আনায় রোষের মুখে চ্যানেল কর্তৃপক্ষ। নেটিজেনদের দাবি, “বীথি চরিত্রে অনুশ্রী দাসকে একেবারেই মানাচ্ছে না। রুপা গাঙ্গুলিকে ফিরিয়ে আনুন। না হলে ধারাবাহিক বয়কট করব”।
এক নেটিজেন লিখেছেন, “রুপা গাঙ্গুলি কেন সরলো জানি না তবে এনা কে একদম ভালো লাগলো না। অপরাজিতা, অনন্যা চ্যাটার্জী কে দারুন লাগতো”। আবার কেউ লিখেছেন, “বহু বছর পর রূপা গাঙ্গুলী অভিনয় করছেন দেখেই দেখা শুরু করি।আর দেখার ইচ্ছে রইলো না।তবে অনুশ্রী দেবীকে কখনোই আঘাত দিয়ে মন্তব্য করার ধৃষ্টতা নেই।ওনাদের অভিনয় তো দেখতে পাই।উনিও ভালো অভিনেত্রী”।