দীর্ঘ চার বছর ধরে জি বাংলার পর্দায় সম্প্রচারিত হয়ে আসছে রানী রাসমণি ধারাবাহিক। রানীমার পর্ব শেষ হওয়ার পর বর্তমানে রানী রাসমনির উত্তর পর্ব দেখানো হচ্ছে।
ধারাবাহিকের গল্প অনুযায়ী, মা ভবতারিণী অর্থাৎ দক্ষিণেশ্বরের মন্দির এর আগমন ঘটেছে গিরিজানাথ নামের এক মহারাজের। যিনি অলৌকিক শক্তির মাধ্যমে সবকিছুই করতে পারেন। এই অহংকারে মা ভবতারিণী থেকেও নিজেকে বড় ভাবতে শুরু করেছেন তিনি। পঞ্চবটির জঙ্গলে গদাই ঠাকুর বিপদে পড়লে, মা ভবতারিণী কে সকলের কাছে ছোট করার জন্য গদাই ঠাকুরকে সাহায্য করতে চায়।
গদাই ঠাকুর বারবার তাকে বোঝানো চেষ্টা করে। কিন্তু সে কিছুই বুঝতে চায় না। নিজের পিঠ থেকে জ্যোতি বার করতে শুরু করে এবং সেই জ্যোতি আলো গিয়ে পৌঁছয় দক্ষিণেশ্বরের মন্দিরে মা ভবতারিণীর কাছে। শুরু হয় মহাপ্রলয়।
মহারাজকে নিয়ে দক্ষিণেশ্বরের মন্দির উপস্থিত হয় গদাধর। সেখানে গিয়ে তারা দেখতে পায় সমস্ত কিছু লন্ডভন্ড এবং মা ভবতারিণী স্বয়ং তার সামনে হাজির হন এবং তাণ্ডব শুরু করেন। গিরিজানন্দ মহারাজকে অজ্ঞান করে দেন। পর্দার মা মহাপ্রলয়ের এই দৃশ্য দেখে উচ্ছ্বসিত হয়ে পড়েন দর্শকরা। কেউ কেউ জানায়, “অনেকদিন পর এমন একটা ভালো এপিসোড দেখলাম”।
সূত্রঃ kolkatajournal . com/entertainment-news/bengali-serial/rani-rashmonis-special-episode-12515