‘যতসব গাঁজাখুরি গল্প, বন্ধ করুন! শ্যামলীর বিয়ে হতেই ‘কোন গোপনে মন ভেসেছে’ ধারাবাহিক ঘিরে ক্ষোভপ্রকাশ দর্শকের

কোন গোপনে মন ভেসেছে

ধীরে ধীরে রুচি হারাচ্ছে জি-বাংলার ‘কোন গোপনে মন ভেসেছে’ ধারাবাহিকের গল্প। এই ধারাবাহিকের আজকের পর্ব দেখে ক্ষোভে ফেটে পড়ছেন দর্শকেরা। এমনকি এই ধারাবাহিকের বন্ধের ডাক দিয়েছেন অধিকাংশ নেটিজেন।

যারা এই ধারাবাহিক নিয়মিত দেখেন তারা জানেন বর্তমান ট্র্যাক অনুযায়ী, শ্যামলী সঙ্গে বিয়ে হচ্ছে চন্দ্রাশিস বাবুর। চন্দ্রাশিস শ্যামলীর থেকে অনেকটাই বয়সে বড়। এদিকে সেই মণ্ডপে উপস্থিত শ্যামলীর প্রাক্তন স্বামী অনিকেত। তার বিয়ের পিঁড়ি ধরার জন্য তাকেই ডাকা হয়। ধারাবাহিকের এই দৃশ্য দেখে বিরক্ত বোধ করেন নেটিজেনরা।

সকলের আশা ছিল আজকের পর্বে হয়তো দেখা যাবে শ্যামলীর বিয়েটা ভেঙে যাবে। তবে দর্শকের আশায় জল ঢেলে দিলেন নির্মাতারা। চন্দ্রাশিস বাবুর সাথেই বিয়ে হয়ে যায় শ্যামলীর। যা দেখে তেলে বেগুনে জ্বলছে দর্শক। অনেকেই নিরাশ হয়ে জানিয়েছেন আর এই ধারাবাহিক দেখা যাবে না। এমনকি চ্যানেলের কাছে এই ধারাবাহিক বন্ধের দাবি জানাচ্ছেন তারা। কারো মতে ‘যতসব গাঁজাখুরি গল্প বাংলা সিরিয়ালেই সম্ভব। সবমিলিয়ে কোন গোপনে মন ভেসেছে ধারাবাহিক ঘিরে নিন্দার ঝড় সোশ্যাল মিডিয়ায় ।