বাঙালির সবচেয়ে বড় উৎসব দুর্গোৎসব। আর সেই উপলক্ষে জি বাংলার পক্ষ থেকে নিয়ে আসা হলো মাস জুড়ে শারদ সুরের নতুন ভিডিও। প্রতিবারই পুজোর দিন গুলিতে বিশেষ পর্ব দেখানো হয়ে থাকে ধারাবাহিক গুলিতে। সম্প্রতি শারদ উৎসবের ভিডিওতে জি বাংলার প্রত্যেকটি ধারাবাহিকের নায়ক নায়িকারা উপস্থিত থাকলেও সেই ভিডিওতে অনুপস্থিত জিতু কমল।
যাকে এই মুহুর্তে দর্শক ‘চিরদিনই তুমি যে আমার’ ধারাবাহিকের আর্য হিসাবে চেনেন। ভিডিওতে দিতিপ্রিয়াকে উপস্থিত থাকতে দেখা গেলেও দেখা যায়নি জিতুকে। জিতুর অনুপস্থিতি নিয়ে ইতিমধ্যেই প্রশ্ন শুরু হয়েছে দর্শকমনে।
মাঝে জিতু এবং দিতিপ্রিয়ার ঝামেলায় একে অপরের মুখ দেখাদেখি বন্ধ হলেও কিছুদিন পরে দুজনে নিজেদের মধ্যেকার সেই ঝামেলা মিটমাট করে নিয়ে আবার একসঙ্গে কাজ শুরু করেন। তবে জি বাংলার তরফে শারদ উৎসবের ভিডিওতে জিতুর অনুপস্থিতি সামনে আসার পর থেকে ফের জল্পনা তুঙ্গে। তবে কি শুধু ধারাবাহিকের স্বার্থে একে অপরের সঙ্গে কাজ করছেন জিতু-দিতিপ্রিয়া। নাকি জি-বাংলার তরফ থেকে আমন্ত্রণ জানানোই হয় নি জিতুকে? দিতিপ্রিয়া থাকলেও জিতুর না থাকায় ক্ষোভ প্রকাশ করেছেন দর্শকমহল।