‘চিরসখা’ ধারাবাহিকে ‘প্লুটো’র মৃত্যু মেনে নিতে পারছে না দর্শক, কেন এত নির্মম দৃশ্য? মুখ খুললেন স্বয়ং লেখিকা লীনা গাঙ্গুলি

চিরসখা

মাঝেমধ্যেই বাংলা ধারাবাহিকের বেশ কিছু দৃশ্য সাথে একাত্ম হয়ে যান দর্শক। যা নিয়ে সোশ্যাল মিডিয়ায় তৈরি হয় বিতর্কের ঝড়। বর্তমানে তেমনি একটি বাংলা ধারাবাহিক হলেন স্টার জলসার ‘চিরসখা’।  ‘চিরসখা’ ধারাবাহিকে  প্লুটোর অকালমৃত্যু একেবারেই মেনে নিতে পারছেন না বাংলার দর্শকেরা।

দর্শক প্রশ্নের তুলছেন লেখিকা লীনা গাঙ্গুলির দিকে। কেন এত নির্মম দৃশ্য? বাবা-মায়েদের অভিযোগ কেন এমন ভাবে গল্প সাজাচ্ছেন লেখিকা? অবশেষে ‘প্লুটো’ চরিত্রে নিয়ে মুখ খুললেন স্বয়ং লেখিকা লীনা গাঙ্গুলি।

আনন্দ বাজার অনলাইনের কাছে লীনা গাঙ্গুলি জানিয়েছেন,  “কাহিনির অংশ হিসাবে এই দৃশ্য এসেছে। এই গল্প পূর্বনির্দিষ্ট ছিল। এই কাহিনিতে সামাজিক বার্তাও আছে। একটা বয়সের পরে এটা করা যায় না। মা-বাবাদের সেটাও ভাবা উচিত। এ টুকুই বলতে চাই। যে কোনও কাহিনির একটা নিজস্ব গতি আছে। আর মৃত্যুকে বাদ দিয়ে জীবন নয়।’

সমাজে এরকম অনেক দৃশ্য ঘটে থাকে বাবা-মায়ের চাপে পরে সন্তান কঠিন সিদ্ধান্ত নিয়ে ফেলে। বাবা-মায়েরদের সতর্ক করতেই কি লীনা গাঙ্গুলির এরকম প্রয়াস?