টুকে টুকেই পাশ! ‘মিঠাইকে পুরো কপি করে নিল ফুলকি’, মৃত্যুর পর রোহিতের রকস্টার রুপে ফিরে আসার দৃশ্যের সাথে মিঠাই ধারাবাহিকের মিল পাচ্ছেন দর্শকেরা

ফুলকি

জি-বাংলার একটি অন্যতম জনপ্রিয় মেগা ধারাবাহিক ‘ফুলকি’। যার মুখ্য চরিত্রে অভিনয় করছেন অভিনেত্রী দিব্যানী মন্ডল এবং অভিনেতা অভিষেক বসু। প্রথমদিন থেকেই এই ধারাবাহিক দর্শকমহলে ভীষণ জনপ্রিয়তা লাভ করেছে।

বর্তমানে ধারাবাহিকে দেখানো হচ্ছে রুদ্রের গুলিতে প্রাণ হারায় রোহিত। রোহিত মারা যাওয়ার পর ডাক্তার তার হার্টটি অন্য একজন অসুস্থ ব্যক্তিকে দান করতে চেয়েছেন। ফুলকিও রাজি হয়ে যায়। কারণ ফুলকি ভাবে তার স্বামী পৃথিবীতে এইভাবেই বেঁচে থাকবে।

এখানেই আসল টুইস্ট। ফুলকি যখন সেই ব্যক্তির সাথে দেখা করতে যায় সে চমকে ওঠে কারণ সে অবিকল রোহিতের মতো দেখতে। ধারাবাহিকে দেখানো হয় রোহিতের শ্রাদ্ধের অনুষ্ঠানে সেই ব্যক্তিটি এসে রকস্টারের মতো গান গেয়ে ফুলকি মন ভালো করার চেষ্টা করে।

ধারাবাহিকের এই দৃশ্যের সাথে ‘মিঠাই’ ধারাবাহিকের মিল খুঁজে পাচ্ছেন মিঠাই ভক্তরা। কারণ মিঠাই ধারাবাহিকে দেখানো হয়েছিল সেই একই ট্র্যাক। সিদ্ধার্থ মরে গিয়ে রিকি দ্যা রকস্টার রুপে ফিরে এসেছিল।

ফুলকি ধারাবাহিকের বর্তমান ট্র্যাক দেখার পর অনেকেই বলছেন ‘মিঠাইকে কপি করেই পাশ করে যাচ্ছে ফুলকি।’ কারণ এর আগেও ফুলকির বেশ কিছু ট্র্যাক মিঠাই ধারাবাহিকের সাথে মিল রয়েছে। আবার কেউ লিখছেন, ‘মিঠাইকে পুরো কপি করে নিল।”