প্রকাশ পেল চলতি সপ্তাহের টিআরপি। বাংলা ধারাবাহিকের টিআরপিতে এবার দারুণ চমক। বেঙ্গল টপারের মুকুট এবার ‘পরশুরাম’ এর ঝুলিতে। ৬.৮ নম্বর পেয়ে সেরার সেরা পরশুরাম- তটিনী জুটি।
এখানেই শেষ নয়, রয়েছে বিশেষ চমক। ছোটপর্দার ময়দানে নামতেই ছক্কা হাকালেন স্টার জলসার ‘প্রফেসর বিদ্যা ব্যানার্জি’। তিন বছর পর ছোটপর্দায় ফিরে শুরুতেই বাজিমাত করলেন স্বস্তিকা দত্ত। ৬.৬ নম্বর পেয়ে টিআরপিতে দ্বিতীয় স্থান দখল করল বিদ্যা ব্যানার্জি।
বর্তমানে দিতিপ্রিয়া চিরদিনই তুমি যে আমার ছাড়তেই জিতু একাই এগিয়ে নিয়ে যাচ্ছেন গল্প। তাতেও জনপ্রিয়তায় বিন্দুমাত্র ভাটা পড়েনি। চলতি সপ্তাহতেও ৬.০ নম্বর পেয়ে প্রথম পাঁচে জায়গা করে নিল আর্য- অপর্ণার গল্প।
চলতি সপ্তাহে ৬.৮ নম্বর পেয়ে টিআরপির প্রথমে ‘পরশুরাম’। ৬.৬ নম্বর পেয়ে দ্বিতীয় স্থানে জায়গা করল প্রফেসর বিদ্যা ব্যানার্জি তৃতীয় স্থানে রয়েছে পরিণীতা, প্রাপ্ত নম্বর ৬.৩। চতুর্থ স্থানে যুগ্মভাবে রয়েছে জগদ্ধাত্রী ও রাঙামতি তীরন্দাজ, প্রাপ্ত নম্বর ৬.১ এবং পঞ্চম স্থানে ৬.০ রেটিং পেয়ে রয়েছে চিরদিনই তুমি যে আমার ও আমাদের দাদামণি ধারাবাহিক।
প্রথম – পরশুরাম (৬.৮)
দ্বিতীয় – প্রফেসর বিদ্যা ব্যানার্জি (৬.৬)
তৃতীয় – পরিণীতা (৬.৩)
চতুর্থ – জগদ্ধাত্রী । রাঙামতি তীরন্দাজ (৬.১)
পঞ্চম – চিরদিনই তুমি যে আমার । আমাদের দাদামণি (৬.০)
ষষ্ঠ – ফুলকি (৫.৮)
সপ্তম – চিরসখা । জোয়ার ভাঁটা (৫.৭)
অষ্টম – ও মোর দরদিয়া । লক্ষ্মী ঝাঁপি (৫.৪)
নবম – কম্পাস (৫.০)
দশম – তুই আমার হিরো (৪.৮)

