বাংলার জয়জয়কার! দুর্দান্ত অভিনয়ের জন্য বিদেশে সম্মানিত হলেন বাঙালি অভিনেতা চন্দন সেন

অভিনেতা চন্দন সেন

বিদেশের মাটিতে বাংলার জয়জয়কার! দুর্দান্ত অভিনয়ের জন্য বিদেশে সম্মানিত হলেন অভিনেতা চন্দন সেন। ২০২১ সালে মুক্তি পাওয়া ‘দ্য ক্লাউড অ্যান্ড দ্য ম্যান’ ছবিতে অভিনয়ের জন্য রাশিয়ায় প্যাসিফিক মেরিডিয়ান চলচ্চিত্র উৎসবে সেরা অভিনেতার পুরস্কার পেলেন এই বাঙালি অভিনেতা। বাংলা যেটা পারল না, রাশিয়া সেটা করে দেখাল। যদিও বিদেশে মাটিতে বাংলার জন্য এটা বড় সম্মান।

অভিনেতা চন্দন সেন যে একজন বড় মাপের অভিনেতা, সেটা আর বলার অপেক্ষা রাখে না। থিয়েটার, বড়পর্দা-ছোটপর্দায় অভিনেতার জনপ্রিয়তা নেহাত কম নয়। ‘ইচ্ছে নদী’, ‘ইষ্টি কুটুম’, ‘আঁচল’, ‘খড়কুটো’র মতো ধারাবাহিকে তার অসাধারণ অভিনয়ের সাক্ষী দর্শক।

ক্যান্সারের মতো মারণ রোগও আটকে রাখতে পারেনি অভিনেতা চন্দন সেনের প্রতিভাকে। একটা সামান্য চরিত্রকে নিখুঁতভাবে কীভাবে অসামান্য করে তোলা যায় সেটা অভিনেতার কাছে শেখার আছে। অভিনেতা আন্তর্জাতিক পুরস্কার পাওয়ায় খুশি দর্শক। কারণ এতদিনে যোগ্য সম্মান পেলেন তিনি।

Leave A Reply

Please enter your comment!
Please enter your name here