ছেলের নাম ঘোষণা করলেন ভিকি-ক্যাট, সন্তানের কি নাম রাখলেন তারকা দম্পতি?

ভিকি-ক্যাট

জন্মের পর থেকে পুত্র সন্তানকে সোশ্যাল মিডিয়ার আড়ালেই রেখেছিলেন ক্যাটরিনা কাইফ এবং ভিকি কৌশল। তাদের অনুরাগীরা অধীর আগ্রহে অপেক্ষা করেছিলেন তাদের সন্তানকে দেখার জন্য। এতদিন পর অবশেষে পুত্র সন্তানের ছবি শেয়ার করলেন ভিকি-ক্যাট, জানালেন নামও।

ছেলের কি নাম রেখেছে ভিকি-ক্যাট? শিশুর হাতের একটি ছবি পোস্ট করে তারকা দম্পতি লেখেন, “আমাদের আলোর রশ্মি, বিহান কৌশল। প্রার্থনা সাড়া দিয়েছে। জীবন সুন্দর। হঠাৎ করেই, আমাদের পৃথিবী বদলে গেছে। আমাদের কৃতজ্ঞতা প্রকাশ করার কোন ভাষা নেই।”

ভিকি-ক্যাট তাদের ছেলের নাম রেখেছেন বিহান, যার অর্থ  মানে ভোর বা সকাল। ছেলের নাম শেয়ার করা মাত্র তারকা দম্পতিকে ভালোবাসায় ভরিয়ে দেন সকলে।

 

View this post on Instagram

 

A post shared by Katrina Kaif (@katrinakaif)