শ্বাসকষ্ট নিয়ে হাসপাতালে ভর্তি বর্ষীয়ান সাহিত্যিক সমরেশ মজুমদার । রয়েছেন আইসিইউতে। প্রবল শ্বাসকষ্ট হওয়ায় তাকে বাইপাসের ধারের এক বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়েছে।
হাসপাতাল সূত্রে জানা যাচ্ছে, শ্বাসনালীতে গভীর সংক্রমণ রয়েছে। চেস্ট এক্সরে, সিটি স্ক্যান-সহ একাধিক রক্ত পরীক্ষার পাশাপাশি করোনা পরীক্ষা করা হয়েছে তার। তবে চিকিৎসকদের মতে সমরেশ মজুমদারের করোনা হয়নি। কারণ গত ১০-১২ বছর ধরে COPD-র সমস্যা ভুগছেন তিনি।
প্রয়োজনীয় সমস্ত চিকিৎসা চালাচ্ছেন চিকিৎসকরা। গুরুতর অসুস্থ হওয়ায় আপাতত ICU তে রাখা হয়েছে তাকে। এর আগেও ২০১২ সালেও সাহিত্যিক সমরেশ মজুমদার অসুস্থ হওয়ায় ICU তে ছিলেন।
১৯৮২ সালে আনন্দ পুরস্কার ও ১৯৮৪ সালে সাহিত্য অকাদেমি পুরস্কার পেয়েছিলেন এই বর্ষীয়ান সাহিত্যিক। কিছু জনপ্রিয় ধারাবাহিকের গল্পও তিনি লিখেছেন।