‘জীবনে যা শিখেছি ঠেক খেয়েই শিখেছি’, কোন অভিজ্ঞতার কথা শেয়ার করলেন বর্ষীয়ান অভিনেত্রী শর্মিলা ঠাকুর

শর্মিলা ঠাকুর

শর্মিলা ঠাকুর, চলচ্চিত্র জগতের এমন এক জনপ্রিয় অভিনেত্রী যার সৌন্দর্য এবং অভিনয় বারবার মুগ্ধ করেছে দর্শককে। মাত্র ১৪ বছর বয়সে অভিনয় জগতে পা রাখেন। মুখে বয়সের ছাপ পড়লেও সিনেপ্রেমীদের কাছে আজও অভিনেত্রী চির নতুন। তার প্রথম বাংলা ছবি সত্যজিৎ রায়ের ‘অপুর সংসার।

প্রায় ১৪ বছর পর ফের বাংলা ছবিতে অভিনয় করলেন শর্মিলা ঠাকুর। ছবির নাম ‘পুরাতন’। বয়সজনিত কারণে শ্যুটিংয়ের অভিজ্ঞতা তার কাছে যতটা ভালো, শারীরিকভাবে ততটাই চ্যালেঞ্জিং ছিল অভিনেত্রীর কাছে। তবে কি বাংলা ছবিতে এটাই কি তার শেষ কাজ?

সম্প্রতি এক সাক্ষাৎকারে বর্ষীয়ান অভিনেত্রী জানিয়েছেন, ‘পুরাতন’ ছবিই হবে তার অভিনয়জীবনের শেষ কাজ। হয়ত আর নিয়মত পর্দায় তার দেখা মিলবে না। ছবির শ্যুটিং শেষ হওয়ার কিছুদিন পরেই অভিনেত্রীকে ঘিরে চরম দুঃসংবাদ। ফুসফুসে ক্যানসার ধরা পড়ে অভিনেত্রীর। প্রাথমিক পর্যায়ে ধরা পরায় অস্ত্রোপচারের মাধ্যমে সেটিকে নিরাময় করা গেছে।

সম্প্রতি ‘পুরাতন’ ছবির প্রচারে কলকাতায় আসেন শর্মিলা। সেখানেই সংবামাধ্যমের কাছে শর্মিলা জানান, জীবনের সবকিছুই বোধয় তাঁর ঠেকে শেখা। এই প্রসঙ্গে তিনি জানান বিয়ের আগে মা এবং বিয়ের পর শাশুড়ি মা তাঁকে অনেক কিছু শিখিয়েছেন।