বহুদিন পর পর্দার ভিলেন হয়ে ফিরলেন বর্ষীয়ান অভিনেত্রী সাবিত্রী চট্টোপাধ্যায়

সাবিত্রী চট্টোপাধ্যায়

দীর্ঘ বিরতির পর ফের ছোটপর্দায় ফিরেছেন বর্ষীয়ান অভিনেত্রী সাবিত্রী চট্টোপাধ্যায়। এই মুহূর্তে তাকে দেখা যাচ্ছে স্টার জলসার ‘চিরসখা’ ধারাবাহিকে। এতদিন পর্দায় দর্শক তাকে মাতৃসম, স্নেহশীল ব্যক্তিত্বের চরিত্রেই দেখেছেন। কিন্তু এই ধারাবাহিকে একেবারে ভিন্ন অবতারে ফিরলেন অভিনেত্রী।

গল্পে নেতিবাচক চরিত্রে ধরা দিয়েছেন বর্ষীয়ান অভিনেত্রী। আর এই বিষয় নিয়ে দর্শকদের মনে প্রশ্ন জেগেছে, এত বড় মাপের একজন শিল্পীকে নেগেটিভ চরিত্রে কি মানায়? এই নিয়ে সোশ্যাল মিডিয়ায় অনেকেই মন্তব্য করেছেন।

উল্টোদিকে এই বিতর্কের মাঝে অনেকেই মনে করছেন, একজন দক্ষ অভিনেত্রীর কাজ যেকোন চরিত্রেই নিজেকে ফুটিয়ে তোলা। এমন একটা চ্যালেঞ্জিং চরিত্রে তিনি নিজেকে পর্দায় কতটা ফুটিয়ে তুলতে পারেন সেই নিয়ে আশাবাদী দর্শকমহলের এক অংশ।