ওগো বধূ সুন্দরী থেকে শুরু করে বিধিলিপি, বাঙালি সিনেমা দর্শকদের কাছে আজও তার অভিনয় মনে থাকার মত। কথা হচ্ছে, বর্ষীয়ান অভিনেত্রী মৌসুমী চ্যাটার্জি কে নিয়ে। টলিউডের পাশাপাশি বলিউডেও নিজের দাপট বজায় রেখেছিলেন অভিনেত্রী।
বলিউডে অমিতাভ বচ্চন থেকে শুরু করে বহু নামকরা অভিনেতাদের সঙ্গে কাজ করার অভিজ্ঞতা রয়েছে তার। অভিনেত্রীকে শেষবারের মত দেখা গিয়েছিল বলিউডের অন্যতম হিট সিনেমা ‘পিকু’তে। সম্প্রতি আবারও বড়পর্দায় ফিরছেন মৌসুমীদেবী। কাজের সূত্রেই কলকাতাতে আসা।
আর সেই ফাঁকেই কোন এক সাক্ষাৎকারে আজকের অভিনেতাদের সঙ্গে সেকালের অভিনেতাদের তুলনা করে মৌসুমী বলেন, এখনকার সময়ের নায়করা একটা ছবি হিট হলেই নিজেদের বিরাট কিছু মনে করেন। কিন্তু আগেকার অভিনেতারা কেউ এমন ছিল না।