‘রাশভারী স্বভাবের আমার সাথে একদম মিলত না…’, মহানায়িকাকে নিয়ে বিস্ফোরক মন্তব্য বর্ষীয়ান অভিনেত্রী মিতা চ্যাটার্জীর

মিতা চ্যাটার্জী

৯২ বছর বয়সেও হার মানবে বাকি অভিনেত্রীরা। বয়সের কারণে শরীর ভেঙেছে ঠিকই, কিন্তু এখনো সুস্থ সবল রয়েছেন অভিনেত্রী। কালজয়ী মেগা ধারাবাহিক জন্মভূমিতে পিসিমার চরিত্রে অভিনেত্রীকে আজও মনে রেখে দিয়েছেন দর্শক। বাংলা চলচ্চিত্র জগতে নিজের অভিনয়ের দক্ষতার ছাপ রেখেছেন বর্ষীয়ান অভিনেত্রী মিতা চ্যাটার্জী।

শেষবার জি বাংলার জনপ্রিয় ধারাবাহিক ‘ত্রিনয়নী’তে তাকে নায়কের ঠাম্মির চরিত্রে দেখা গিয়েছিল। এর আগে মহানায়িকা সুচিত্রা সেনকে নিয়ে অনেকেই অনেক কথা বলেছেন। সম্প্রতি এক সাক্ষাৎকারে সুচিত্রা সেনকে নিয়ে মুখ খুললেন বর্ষীয়ান অভিনেত্রী।

মিতা চ্যাটার্জী জানিয়েছেন, ‘আমার সঙ্গে তার যে সময়ে যোগাযোগ তার সেই রাশভারী স্বভাবের সাথে একদম মেলে না। কারণ তখন তিনি একদম নতুনের মতন, সবে একটা দুটো বই করেছে।’

‘আমাকে উনি বলতেন মিতাদি তুমি তো অনেক আগে থেকে কাজ করছো, আমি তো নতুন তুমি আমাকে বলে দেবে তো। আমি বলতাম আমি কেন বলতে যাবো, আমি বলতে পারবো না। তবে তিনি বলতেন আমি যেই জায়গায় ভুল করব সেগুলো ধরিয়ে দিও।’

অভিনেত্রী আরও বলেন, ‘উনি খুব শিখতে চাইতেন, এটা আমার মুখে এখন মানায় না। অনেকেই বলতে পারে আমি নিজের ঢাক নিজে পেটাচ্ছি। তবে সুচিত্রা সেনের মধ্যে শেখার যে আগ্রহটা সেটা কিন্তু ছিল।’