‘লিলি ডোন্ট বি সিলি’-র আইটেম গানে নাচলেন বর্ষীয়ান অভিনেত্রী লিলি চক্রবর্তী

 লিলি চক্রবর্তী

পুজোর আগেই আসর মাতিয়ে দিয়েছেন বর্ষীয়ান অভিনেত্রী লিলি চক্রবর্তী । হাঁটুর বয়সী অভিনেতা-অভিনেত্রীদের সাথে ‘লিলি ডোন্ট বি সিলি’-র মিউজিক ভিডিয়োয় নেচে দশ গোল দিলেন অভিনেত্রী। সেই ভিডিও ভিউ সংখ্যা প্রায় ১ লক্ষ ছুঁয়েছে।

অভিনেত্রী লিলি চক্রবর্তী জানান, “পুরোটাই সম্ভব হয়েছে জয়জিৎ বন্দ্যোপাধ্যায়ের অনুরোধে। জয়জিৎ বহু দিনের চেনা। বলল, তোমার নামে গান। তুমি থাকবে না! ওর অনুরোধ ফেলতে পারিনি। ভিডিয়োর একেবারে শেষ অংশ আমায় দেখা যাবে। সেটে গিয়ে একটু ঘাবড়েই গিয়েছিলাম। ভয় হচ্ছিল, পারব তো? আমায় কিছু বলেওনি কী করতে হবে। নিজের মতো করে গানের তালে তালে একটু কাঁধ নাচিয়ে দিলাম”।

এই মিউজিক ভিডিওতে রয়েছে জয়জিৎ, সুরকার-শিল্পী সমিধ মুখোপাধ্যায়, ঊর্বি চট্টোপাধ্যায়, প্রযোজক এনা সাহা এবং এনার বোন সাক্ষী সাহা। সাক্ষী সাহা এই মিউজিক ভিডিয়োর হাত ধরেই অভিনয় দুনিয়ায় পা রাখলেন।

সম্প্রতি দেব-রুক্মিণীর সঙ্গে ‘কিশমিশ’ ছবির কাজ শেষ করেছেন বর্ষীয়ান অভিনেত্রী। অতিমারিতে আক্রান্ত হওয়ার পরে দীর্ঘদিন অভিনয় থেকে দূরে ছিলেন। ধীরে ধীরে স্বাভাবিক জীবনে ফিরছেন অভিনেত্রী। এবার আইটেম গানে নাচলেন। ‘লিলি ডোন্ট বি সিলি’ যেন গত বছরের ‘টুম্পা সোনা’র ছায়া।

YouTube video player

Leave A Reply

Please enter your comment!
Please enter your name here