৮৩ বছর বয়সেও অভিনয় জীবনে দর্শকদের মন জিতছেন বর্ষীয়ান অভিনেত্রী লিলি চক্রবর্তী

লিলি চক্রবর্তী

নিজের প্রতি আত্মবিশ্বাস, ইচ্ছে আর কিছু করে দেখানোর উদ্যম থাকলে বয়স কেবলই একটা সংখ্যা মাত্র তা আরও একবার প্রমান করে দিলেন কিংবদন্তি অভিনেত্রী লিলি চক্রবর্তী। একসময় অভিনয় করেছেন বহু জনপ্রিয় বাংলা ছবিতে। এমনকি মহানায়ক উত্তমকুমারের সঙ্গেও অভিনয় করেছেন তিনি। এই মুহূর্তে ‘নিম ফুলের মধু’ ধারাবাহিকে ঠাম্মির ভূমিকায় দেখা যাচ্ছে তাকে।

‘ভানু পেল লটারি’ সিনেমায় মিস মায়া চরিত্রে তার অভিনয় আজও দর্শকের মন ছুঁয়ে যায়। বরত্মান্রে ৮৩ বছর বয়সেও জীবনের নতুন এক অধ্যায়ে পা রাখলেন বর্ষীয়ান অভিনেত্রী। সম্প্রতি ‘অর্ধাঙ্গিনী’ ছবিতে অভিনয় করতে দেখা গেছে তাকে। যেখানে তার অভিনয় মুগ্ধ করেছে দর্শকদের। এই বয়সেও কাজের প্রতি যথেষ্ট প্রতিশ্রুতিবদ্ধ অভিনেত্রী।

৬৩ বছরের দীর্ঘ অভিনয় জীবনে তার কাজ বাংলা চলচিত্র জগতে চিরকাল স্মরণীয় থাকবে। এমনকি আগামী প্রজন্মের কাছেও তিনি প্রেরণার উৎস হয়ে থাকবেন।