বাংলা বিনোদন জগতে শোকের ছায়া। প্রয়াত বর্ষীয়ান অভিনেত্রী বাসন্তী চট্টোপাধ্যায়। মঙ্গলবার সকাল ১০টায় বাড়িতেই শেষ নিঃশ্বাস ত্যাগ করলেন অভিনেত্রী। ৮৮ বছর বয়সে জীবনাবসান হল অভিনেত্রীর। অভিনেত্রীকে শেষবারের মত অভিনয় করতে দেখা গেছে ‘গীতা এলএলবি’ ধারাবাহিকে ‘ব্রজবালা দেবী’র চরিত্রে।
দীর্ঘদিন ধরেই নানা শারীরিক সমস্যায় ভুগছিলেন তিনি। মাঝে মধ্যেই অসুস্থতার কারণে তাঁকে বিরতি নিতে হত। ‘গীতা এলএলবি’-র শুটিং-এর সময় একবার অভিনেত্রী জানিয়েছিলেন, অসুস্থতা নিয়েও তিনি শুটিং-এ আসেন। যদিও সকলেই তাঁর সঙ্গে সহযোগিতা করতেন।
মাসে ২০ হাজার টাকার ওষুধ খেতেন তিনি। সাড়ে চার হাজার টাকা খরচ হত ইনজেকশনে। এই অসুস্থতা নিয়েই রোজ দমদম থেকে সোনারপুরে শুটিং সেটে যেতেন বাসন্তীদেবী। তবে এই চিকিৎসার খরচ তিনি নিজেই বহন করতেন।
অভিনেত্রীর ক্যানসারও ছিল। তাছাড়াও বুকে পেসমেকারও বসানো হয়েছিল তাঁর। এছাড়াও একটি কিডনিও খারাপ ছিল। শারীরিক সমস্যা থাকা সত্ত্বেও মনের জোরে অভিনয়ের কাজ চালিয়ে গিয়েছেন তিনি। তবে শেষ ছয় মাস ধরে তিনি শয্যাশায়ী ছিলেন। অভিনেত্রীর মেয়ে সেভাবে তাকে দেখাশোনা করতেন না, বাড়িতে পরিচারিকার সঙ্গেই থাকতেন তিনি।